ভিডিও রবিবার, ২৪ আগস্ট ২০২৫

আদালত চত্বরে সাবেক মন্ত্রী আনিসুল হ‌ককে আইনজীবীদের থাপ্পড়

আদালত চত্বরে সাবেক মন্ত্রী আনিসুল হ‌ককে আইনজীবীদের থাপ্পড়

নিউজ ডেস্ক:  আদালত চত্বরে সাবেক মন্ত্রী আনিসুল হ‌ককে থাপ্পড় দিলেন আইনজীবীরা।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মাদ্রাসার ছাত্র হাফেজ সোলাইমান হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

সোমবার (২৮ এপ্রিল) বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইনুদ্দিন কাদিরের আদালতে তাকে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে তদন্তকারী সংস্থা সিআইডি। শুনানি শেষে আদালত আনিসুল হককে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

 

আরও পড়ুন


এর আগে কড়া নিরাপত্তায় তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে নারায়ণগঞ্জের আদালতে আনা হয়। শুনা‌নি শে‌ষে আদালত থে‌কে বের হওয়ার সময় আইনজীবী‌দের একাংশ আনিসুল হককে চড়-থাপ্পড় দেন। এ সময় পুলিশ নিরাপত্তায় তাকে কারাগারে পাঠানো হয়। 

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট দুপুরে  সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গুলিবিদ্ধ হয় ১৯ বছর বয়সী হাফেজ সোলাইমান। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। এ ঘটনায় ২২ আগস্ট সিদ্ধিরগঞ্জ থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে মামলা করেন নিহত সোলাইমানের ভগ্নিপতি শামীম কবির। 

মামলায় আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, দীপু মনি, আনিসুল হক, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ৫১ জনকে আসামি করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪ রোহিঙ্গা জেলেকে ধরে নিয়ে গেলো আরাকান আর্মি

প্রধান কোচের দায়িত্ব পেলেন সৌরভ গাঙ্গুলী

তরুণীরা কেন আকৃষ্ট হন বয়স্ক পুরুষদের প্রতি?

কানাডায় উৎসবের শেষ আকর্ষণ আগন্তুক

ছেলেরা ইসলামিক শিক্ষা নিচ্ছে বলে, সিনেমা ছেড়ে দিচ্ছেন অনন্ত জলিল

বিদেশিদের জন্য ক্রিপ্টো থেকে স্থানীয় মুদ্রায় রুপ্তান্তরের সুবিধা চালু করছে থাইল্যান্ড