রাজশাহীতে পান বরজে মিলল কৃষকের গলায় ফাঁস দেওয়া লাশ

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর দুর্গাপুর উপজেলায় এক পানচাষির ফাঁস লাগানো লাশ পাওয়া গেছে। বরজের ছাউনির বাঁশের সাথে রশি দিয়ে গলায় ফাঁস লাগানো ছিল। নিহত কৃষকের নাম রাসেল মোল্লা (২৫)। তিনি উপজেলার শ্যামপুর গ্রামের নাছের মোল্লার ছেলে।
রাসেলকে হত্যা করে এভাবে গলায় ফাঁস দিয়ে লাশ রাখা হয়েছিল বলে দাবি স্বজনদের। আজ শনিবার (২৬ এপ্রিল) সকালে দুর্গাপুর থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়। এর আগে গতকাল শুক্রবার রাত থেকে নিখোঁজ ছিলেন রাসেল মোল্লা।
এলাকাবাসী জানান, রাসেলের নিজের জমিতে তার পান বরজ আছে। তবে লাশ পাওয়া গেছে তার চাচা আব্বাস মোল্লার পান বরজে। আগের রাত থেকে নিখোঁজ থাকায় পরিবারের সদস্যরা আজ শনিবার (২৬ এপ্রিল) সকাল থেকে তাকে খোঁজাখুঁজি করছিলেন। তখন পান বরজে তার লাশ পাওয়া যায়।
আরও পড়ুনস্থানীয় ইউপি সদস্য আমজাদ হোসেন বলেন, রাসেলের পরিবার সুখি পরিবার। সহজ সরল একজন যুবক। হঠাৎ নিখোঁজের পর পানবরজে লাশ দেখে আমরা হতবাক। এলাকায় তার সাথে কোন মানুষের শক্রতার কথা শোনা যায়নি যে তাকে কেউ হত্যা করতে পারে।
রাজশাহীর দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হোদা বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনেই মৃত্যুর কারণ জানা যাবে। পাশাপাশি পুলিশের তদন্তও চলছে। এ নিয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।
মন্তব্য করুন