ভিডিও শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

কোম্পানীগঞ্জে ১০ মামলার আসামি ডাকাত সর্দার কোরবান আলী গ্রেপ্তার

১০ মামলার আসামি ডাকাত সর্দার কোরবান আলী গ্রেপ্তার

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নে অভিযান চালিয়ে কোরবান আলী নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

পুলিশ জানিয়েছে, তিনি একজন ডাকাত সর্দার এবং তাঁর বিরুদ্ধে ডাকাতির আটটি মামলা রয়েছে। সব মিলিয়ে তিনি ১০ মামলার আসামি।

গতকাল বৃহস্পতিবার ( ২৪ এপ্রিল) রাত ১০টার দিকে মুছাপুর এলাকার টুটুলের দোকানের সামনে থেকে কোরবান আলীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার কোরবান আলী মুছাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নুর নবীর ছেলে।

আরও পড়ুন

র‍্যাব-১১, সিপিসি-৩-এর কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মিথুন কুমার কুণ্ডু বলেন, গ্রেপ্তার কোরবান আলী ও তাঁর সহযোগীরা জেলার বিভিন্ন স্থানে ডাকাতি করে আসছিলেন। তাঁর বিরুদ্ধে অনেকগুলো মামলা হলেও গ্রেপ্তার এড়াতে তিনি আত্মগোপনে থাকতেন। র‍্যাবের গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির মাধ্যমে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি তাঁর সহযোগীদের নাম জানিয়েছেন। তাঁদেরও গ্রেপ্তারে র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

র‍্যাব জানায়, গত ২৪ ফেব্রুয়ারি রাত ২টার দিকে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের মোহাম্মদনগর গ্রামের ব্যবসায়ী সিরাজ মিয়ার নতুন বাড়িতে ঢুকে লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি হয়। এ ঘটনায় সিরাজ মিয়া থানায় মামলা করেন। ওই মামলার সূত্র ধরে কোরবান আলীকে গ্রেপ্তার করে র‍্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ওই ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির বিষয়টি স্বীকার করেছেন। তাঁর বিরুদ্ধে নোয়াখালীর বিভিন্ন থানায় আটটি ডাকাতির ও একটি অস্ত্র মামলাসহ মোট ১০টি মামলা রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোববার সারা দেশে বৃষ্টির আভাস, গরম কমার সম্ভাবনা

বগুড়ার দুপচাঁচিয়ায় বার্মিজ চাকুসহ ও বিভিন্ন মামলায় ৩ জন গ্রেফতার

থাইল্যান্ডে বিমান দুর্ঘটনায় ৫ পুলিশ নিহত

শহীদ জাহিদের ক্যান্সার আক্রান্ত ছোট ভাই জিসানের পাশে দাঁড়ালেন তারেক রহমান

বগুড়ায় ছিনতাইকারী গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার: টাকা ও চাপাতি উদ্ধার

হৃদয়কে দ্বিতীয়বার নিষিদ্ধ করার সিদ্ধান্তকে ‘হাস্যকর’ বললেন তামিম