ভিডিও রবিবার, ২৭ জুলাই ২০২৫

দেশের বাজারে ১৬ ঘণ্টার ব্যবধানে দাম কমলো সোনার

দেশের বাজারে ১৬ ঘণ্টার ব্যবধানে দাম কমলো সোনার

দেশের বাজারে সোনার রেকর্ড দাম নির্ধারণের ১৬ ঘণ্টার মাথায় দাম কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম পাঁচ হাজার ৩৪২ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৭২ হাজার ৫৪৬ টাকা।

স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে এই দাম কমানো হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) বিকেল ৪টা ১৫ মিনিট থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

এর আগে গতকাল মঙ্গলবার ঘোষণা দিয়ে আজ বুধবার থেকে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৫ হাজার ৩৪২ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় এক লাখ ৭৭ হাজার ৮৮৮ টাকা। দেশের বাজারে এখন পর্যন্ত এটিই সোনার সর্বোচ্চ দাম।

এই রেকর্ড দাম নির্ধারণের ১৬ ঘণ্টার মাথায় দাম কমানো হলো। বুধবার (২৩ এপ্রিল) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে এই দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৫ হাজার ৩৪২ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৭২ হাজার ৫৪৬ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ৫ হাজার ১০৯ টাকা কমিয়ে এক লাখ ৬৪ হাজার ৬৯৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে নতুন দাম এক লাখ ৪১ হাজার ১৬৯ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ৭৩২ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ১৬ হাজার ৭৮০ টাকা।

এর আগে গতকাল ঘোষণা দিয়ে আজ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৫ হাজার ৩৪২ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয় এক লাখ ৭৭ হাজার ৮৮৮ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ৫ হাজার ১০৯ টাকা বাড়িয়ে এক লাখ ৬৯ হাজার ৮০৫ টাকা নির্ধারণ করা হয়।

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ৪ হাজার ৩৭৪ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয় এক লাখ ৪৫ হাজার ৫৪৩ টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ৭৩২ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় এক লাখ ২০ হাজার ৫১২ টাকা। আজ বিকেল ৪টা ১৫ মিনিট পর্যন্ত এই দামে সোনা বিক্রি হয়েছে।

সোনার দাম কমানো হলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৮৪৬ টাকা, ২১ ক্যারেটের রুপার ভরি ২ হাজার ৭১৮ টাকা, ১৮ ক্যারেটের রুপার ভরি ২ হাজার ৩৩৩ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির রওপার ভরি নির্ধারণ করা হয়েছে এক হাজার ৭৫০ টাকা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসিয়ানের সদস্যপদ পেতে মালয়েশিয়ার সমর্থন চাইলেন প্রধান উপদেষ্টা

যদি অস্ত্র হ্যান্ডেল করতেই না পারেন, তাহলে আনলেন কেন? বাবরকে নাসির উদ্দিন পাটোয়ারী প্রশ্ন

অস্থির চালের বাজারে বিপাকে নিম্ন আয়ের মানুষ

বগুড়ার ছাতিয়ানগ্রামে গরু চুরির পর জবাই করে মাংস নিয়ে গেল চোরচক্র

ভিভো ওয়াই৪০০-এর প্রোডাক্ট অ্যাম্বাসেডর হলেন ইমরানুর রহমান

আদালত চত্বরে হাতুড়ি দিয়ে সাক্ষীর কপাল ফাটিয়ে দিলেন আসামিরা