ভিডিও বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

কালীগঞ্জে ইয়াবাসহ মাদক সম্রাট সালাউদ্দিন গ্রেপ্তার  

কালীগঞ্জে ইয়াবাসহ মাদক সম্রাট সালাউদ্দিন গ্রেপ্তার  

নিউজ ডেস্ক:  গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার উপজেলার তুমলিয়া ইউনিয়নের সোমবাজার এলাকা থেকে ‌মাদক কারবারি সালাউদ্দিনকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ২৭ পিস ইয়াবা জব্দ হয়। তাকে গাজীপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার (২১ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন। 

রবিবার (২০ এপ্রিল) বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়।

সালাউদ্দিন কালীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ভাদার্ত্তী গ্রামের মৃত শাহজাহান আলীর ছেলে।

আরও পড়ুন

ওসি আলাউদ্দিন বলেন, “সালাউদ্দিনের বিষয়ে আমাদের কাছে আগে থেকেই নির্ভরযোগ্য তথ্য ছিল। তাকে নিয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীরা  সোচ্চার ছিলেন। কিছু গণমাধ্যমে তাকে নিয়ে সংবাদও প্রকাশ হয়েছে। স্থানীয় গণমাধ্যম ও সচেতন নাগরিকদের সহযোগিতায় আমরা তাকে গ্রেপ্তার করতে পেরেছি। শুধু ভাদার্ত্তী নয়, পুরো উপজেলাতেই আমরা মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে আছি।”

তিনি আরো বলেন, “মাদক কারবারিদের কাছে দুটি পথ- হয় ভালো হয়ে সমাজে ফিরে আসা, না হয় এলাকা ছাড়তে হবে। পুলিশের চোখ ফাঁকি দিয়ে কেউ কালীগঞ্জে মাদক কারবার চালাতে পারবে না।”

থানা সূত্রে জানা গেছে, সালাউদ্দিনের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় হত্যা, ইসকন হামলা, মাদক, মারামারিসহ অন্তত ৮টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় ‘মাদক সম্রাট’ নামে পরিচিত। 
নাম প্রকাশে অনিচ্ছুক ভাদার্ত্তী গ্রামের কয়েকজন জানান, সালাউদ্দিনের কারণে এলাকার যুবসমাজ মাদকে জড়িয়ে পড়ছিল। সালাউদ্দিনকে গ্রেপ্তার করায় তারা পুলিশকে ধন্যবাদ জানান। এলাকাবাসী মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিআই পণ্যের স্বীকৃতি পেল বরিশালের আমড়া

আমরা ১৭ বছর গাছের গোড়ায় পানি ঢেলেছি, এখন ফল খাচ্ছেন আপনারা : মির্জা আব্বাস

নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার

নেত্রকোনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

ভারতের বিরুদ্ধে বিক্ষোভে নামল পাকিস্তানের হিন্দু সম্প্রদায়

শ্রমিকদলের আয়োজিত সমাবেশে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের অংশগ্রহণ