সুনামগঞ্জে শাটডাউন কর্মসূচি পালন করেছেন মেডিকেল শিক্ষার্থীরা

মফস্বল ডেস্ক: সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা পর্যাপ্ত ওয়ার্ড সুবিধা না দেওয়ার প্রতিবাদে ও দ্রুত হাসপাতাল চালুর দাবিতে শাটডাউন কর্মসূচি পালন করেছেন । সোমবার (২১ এপ্রিল) সকাল ৯টায় কলেজের প্রশাসনিক ও একাডেমি ভবনের ফটকে তালা ঝুলিয়ে দেন তারা। এর আগে, রবিবার সন্ধ্যায় অনির্দিষ্টকালের শাটডাউন কর্মসূচি ঘোষণা করা হয়।
আন্দোলনকারী শিক্ষার্থী সাইদুল বলেন, ‘‘পর্যাপ্ত ওয়ার্ড সুবিধা ও হাসপাতাল চালুর জন্য করণীয় বিষয়ে সুনির্দিষ্ট রোডম্যাপ মন্ত্রণালয় থেকে দিতে হবে। দাবি না মানা পর্যন্ত শাটডাউন চলবে।’’ এ বিষয়ে জানতে সুনামগঞ্জ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মোস্তাক আহমেদ ভূঁইয়ার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই পর্যাপ্ত ওয়ার্ড সুবিধা না দেওয়ার প্রতিবাদ ও দ্রুত হাসপাতাল চালুর দাবিতে আন্দোলন করছেন সুনামগঞ্জ মেডিকেল কলেজের দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা। তারা জানান, ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষা-কার্যক্রম চালু হলেও হাসপাতাল চালু না হওয়ার ক্লিনিক্যালি শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন শিক্ষার্থীরা। কিন্তু, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বর্ষের শিক্ষার্থীদের ক্লিনিক্যাল ক্লাস করতে হয়।
আরও পড়ুনকলেজের নিজস্ব হাসপাতাল চালু না থাকায় এই ক্লাসগুলো জেলা সদর হাসপাতালে সপ্তাহে দুদিন অনুষ্ঠিত হয়। কিন্তু, কলেজ থেকে হাসপাতালটির দূরত্ব প্রায় ১৩ কিলোমিটার। যাতায়াতের জন্য কলেজের কোনো বাস নেই। ফলে নিয়মিত ক্লাসে অংশ নিতে সমস্যা হচ্ছে। ৫০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের ভবন প্রস্তুত হলেও চালুর ক্ষেত্রে গড়িমসি চলছে।
মন্তব্য করুন