ভিডিও শনিবার, ১২ জুলাই ২০২৫

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় ভারত

সংগৃহিত,বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় ভারত

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক এবং গঠনমূলক সম্পর্ক চায় ভারত। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা বলেন।

এক প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র বলেন, ভারত বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক এবং গঠনমূলক সম্পর্ক স্থাপন করতে চায়। আমরা একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক এবং একটি সমৃদ্ধ বাংলাদেশের পক্ষে।

বাংলাদেশকে দেয়া ট্রান্সশিপমেন্ট–সুবিধা বাতিল করা নিয়ে অন্য এক প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, গত সপ্তাহে আমরা ট্রান্সশিপমেন্ট সুবিধা সম্পর্কে একটি ঘোষণা দিয়েছিলাম। আমাদের বন্দর এবং বিমানবন্দরগুলিতে আমরা যে যানজট দেখতে পাই তার কারণে আমরা এই ব্যবস্থা নিয়েছিলাম। আর এটা কোনোভাবেই নেপাল এবং ভুটানে বাংলাদেশের রফতানিকে প্রভাবিত করে না। তাই আমাদের আঞ্চলিক বাণিজ্যের প্রসার ঘটানো দরকার।

আরও পড়ুন

 

বৃহস্পতিবার পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসেন। দীর্ঘ ১৫ বছর পর দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টায় এই সফর। এছাড়া চলতি মাসেই বাংলাদেশে আসবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।
 
এ বিষয়টি ভারত কোন চোখে দেখছে জানতে চাওয়া হলে মুখপাত্র বলেন, ‘বিষয়টি আমাদের নজরে রয়েছে।’ এর বাইরে তিনি অন্য কোনো মন্তব্য করেননি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিকটকে পরিচয় থেকে বিয়ে, অতঃপর ...

বগুড়ার আদমদীঘিতে ১০ টাকা কেজির মরিচ ১১ দিনের ব্যবধানে হাঁকালো ডাবল সেঞ্চুরি

ফের আলোচনায় ইআরএল ইউনিট-২ প্রকল্প

খতিবকে কোপানো সেই বিল্লাল বললেন ‘ভুল করেছি’

ঢাকার মিটফোর্ডে ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে বগুড়ায় বিভিন্ন সংগঠনের বিক্ষোভ মিছিল

জোকোভিচকে বিধ্বস্ত করে ফাইনালে সিনার