ভিডিও বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

গাজায় নিহতের সংখ্যা ৫১ হাজার ছাড়ালো

গাজায় নিহতের সংখ্যা ৫১ হাজার ছাড়ালো, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের গাজা উপত্যকতায় মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোর থেকে চলমান ইসরায়েলি হামলায় ২৩ জন প্রাণ হারিয়েছেন। বিগত ২৪ ঘণ্টার হত্যাযজ্ঞের মধ্য দিয়ে চলমান যুদ্ধে নিহত ফিলিস্তিনির সংখ্যা ৫১ হাজারে ছাড়ালো। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত দেড় বছরের যুদ্ধে অন্তত ৫১ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। আর আহত হয়েছেন এক লাখ ১৬ হাজার ৩৪৩ জনের বেশি মানুষ। গাজার সরকারি সংবাদমাধ্যমের কার্যালয় থেকে জানানো হয়েছে, হাজারো মানুষের মরদের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ফলে মৃতের সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়াতে পারে বলে আশঙ্কা করছে তারা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, গত ১৮ মার্চ থেকে গাজায় নতুন করে শুরু হওয়া ইসরায়েলি বিমান হামলায় এখন পর্যন্ত এক হাজার ৬৩০ জন ফিলিস্তিনি নিহত এবং আরও চার হাজার ৩০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।

প্রায় ১৫ মাসের হত্যা ও ধ্বংসযজ্ঞের পর জানুয়ারি ১৯ তারিখে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে প্রথম থেকেই নড়বড়ে এই চুক্তি ভেঙে পড়তে দুমাস সময় লাগে। হামাসের বিরুদ্ধে চুক্তির শর্ত ভঙ্গের অভিযোগ এনে ১৮ মার্চ থেকে আবারও গাজায় হামলা শুরু করে ইসরায়েলি সেনাবাহিনী। 

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী সার্কিট হাউসের আরও ভবন নির্মাণ করতে ৫২টি গাছ কাটা হচ্ছে

লালমনিরহাটের সীমান্তে ঘাস কাটতে যাওয়া যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

সিরাজগঞ্জে কৃষককে পিটিয়ে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

৪ দফা দাবিতে বগুড়া পলিটেকনিক‘র শিক্ষার্থীদের বেতগাড়িতে ব্লকেড

উত্তরা ইপিজেডের শ্রমিক গ্রেফতার নিয়ে উত্তেজনা, ডিসি-এসপি অফিস ঘেরাও

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের হাতে পলাতক ওয়ারেন্টভূক্ত আসামি গ্রেফতার