সিনেমার বাজেটের অর্ধেকই নিলেন সানি

বিনোদন ডেস্ক : নব্বইয়ের দশকের অন্যতম সেরা নায়ক হিসেবে নিজের অবস্থান তৈরি করেছিলেন ধর্মেন্দপুত্র সানি দেওল। তবে নতুন শতকে তার তারকাখ্যাতি কমতে শুরু করে। একটা সময় পর্দায় অনিয়মিত হয়ে পড়েন তুখোড় অভিনেতা সানি দেওল। তবে নিজেকে নতুন করে ঢেলে সাজিয়েছেন এ অভিনেতা।
দীর্ঘ বিরতির পর ২০২৩ সালে নিজের ক্যারিয়ার সেরা হিট ‘গাদার’-এর সিক্যুয়েল ‘গাদার ২’ নিয়ে আসেন সানি যা রীতিমতো তোলপাড় ফেলে দেয় দর্শকদের মাঝে। এরপর থেকেই সানিকে ঘিরে নতুন উন্মাদনা দেখা যায় ভক্তদের মাঝে। যার প্রভাব দেখা গেল তার নতুন সিনেমাতেও। সদ্যই মুক্তি পেয়েছে সানির ‘জাট’। মুক্তির পর থেকেই বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে এটি। তবে সিনেমাটির জন্য সানি পারিশ্রমিকও নিয়েছেন আকাশছোঁয়া!
সানি দেওলের ‘গাদার ২’ বক্স অফিসে সফল হয়েছিল। এর পরই পারিশ্রমিক বাড়ান তিনি। সম্প্রতি মুক্তি পেয়েছে সানি দেওল অভিনীত সিনেমা ‘জাট’। সিনেমাটি প্রথম দিনে আয় করেছে ৯ কোটি রুপি ও দ্বিতীয় দিনে ৬ কোটি রুপি। বেশ পছন্দও করছেন দর্শকরা। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, জাট’র বাজেট ১০০ কোটি টাকা। আর এতে অভিনয়ের জন্য সানি পারিশ্রমিক নিয়েছেন ৫০ কোটি টাকা। সিনেমার বাজেটের অর্ধেকই তার পারিশ্রমিক!
আরও পড়ুনগত ১০ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সানির ‘জাট’। মুক্তির আগে ট্রেলারও প্রশংসিত হয়েছে বেশ। তাই তো দর্শকও আশায় রয়েছেন, এই সিনেমার মাধ্যমে একটা হিট ছবি উপহার দিতে যাচ্ছেন সানি। এর আগে তিনি ‘গাদার ২’-এর জন্য সানি পারিশ্রমিক পেয়েছিলেন আট কোটি রুপি। অর্থাৎ মাত্র বছর দুইয়ের ব্যবধানে ছয় গুণের বেশি পারিশ্রমিক বাড়িয়েছেন সানি। সামনে আসছে তার ‘লাহোর ১৯৪৭’ যেখানে প্রীতি জিনতার বিপরীতে দেখা মিলবে সানির।
মন্তব্য করুন