‘বাতাসে প্রেমের ঘ্রাণ’-এ মুগ্ধতা ছড়ালেন রেহান
_original_1751381676.jpg)
অভি মঈনুদ্দীন ঃ ফররুখ আহমেদ রেহান, এই প্রজন্মের একেবারেই তরুণ অভিনেতা। পড়াশুনার পাশাপাশি তিনি এখন অভিনয়েও নিয়মিত হয়ে উঠার চেষ্টা করছেন। আর অনেক আগে থেকে র্যাম্প মডেলিং-এর সাথেতো যুক্ত রয়েছেনই। মিজানুর রহমান আরিয়ানের ‘যুগল’ নাটকে অভিনয়ের মধ্যদিয়ে অভিনয়ে তার অভিষেক হয়। এই নাটকে তার বিপরীতে ছিলেন নাজনীন নীহা। এরপরও আরো বেশকিছু নাটকে তিনি অভিনয় করেছেন। অভিনয়ে এখন আগের চেয়েও একটু ম্যাচিউরডই বলা চলে। যে কারণে নির্মাতাদেরও তাকে নিয়ে কাজ করার আগ্রহ বাড়ছে প্রতিনিয়ত।
এরইমধ্যে ‘রঙ্গন এন্টারটেইনম্যান্ট’ ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে রাফাত মজুমদার রিংক পরিচালিত ‘বাতাসে প্রেমের ঘ্রাণ’। দয়াল সাহা রচিত এই নাটকে রেহান চরিত্রেই অভিনয় করেছেন রেহান। নাটকটিতে আরো অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, মিলি বাশার, তানজিন তিশা প্রমুখ। এই নাটকে অভিনয়ের জন্য রেহান বেশ সাড়া পাচ্ছেন বলেও জানালেন।
রেহান বলেন,‘ গত বছরের শেষপ্রান্তে নাটকে আমার অভিনয়ে যাত্রা শুরু। এ জন্য সবসময়ই আমি কৃতজ্ঞ মিজানুর রহমান আরিয়ান ভাইয়ের কাছে। এরপরেও আরো কয়েকটি নাটকে অভিনয় করেছি। তবে গত ঈদ উপলক্ষ্যে রঙ্গন এন্টারটেইনম্যান্টে প্রকাশিত বাতাসে প্রেমের ঘ্রাণ- নাটকটিতে অভিনয়ের জন্য অনেক সাড়া পাচ্ছি। কেউ কেউ বলছেনও আগের চেয়ে অভিনয়ে ম্যাচিউরিটি এসেছে। কিন্তু আমি আমার অভিনয়েল সন্তুষ্ট নই। আমার মনে হচ্ছে যে আমাকে অভিনয়ে আরো অনেক সময় দিতে হবে, অনেক ভালো করতে হবে। এখন আসলে যে নাটকেই অভিনয় করছিনা কেন আমি মনে করি আমি অভিনয় শিখছি। যাদের নির্দেশনায় কাজ করছি তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা। আগামীতে আরো ভালো ভালো গল্পের নাটকে কাজ করার প্রত্যাশা রাখছি।’
আরও পড়ুনরেহান জানান তারেক রহমান ও এহসান এলাহী বাপ্পীর দুটো নাটকও শিগগিরই প্রচারে আসবে।
মন্তব্য করুন