ভিডিও বুধবার, ০২ জুলাই ২০২৫

বগুড়ার আদমদীঘিতে ট্রাক্টর চালককে ছুরিকাঘাতে হত্যা

বগুড়ার আদমদীঘিতে ট্রাক্টর চালককে ছুরিকাঘাতে হত্যা। ছবি : দৈনিক করতোয়া

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘিতে আমিরুল ইসলাম (৩৬) নামের এক ট্রাক্টর চালককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার ১২ এপ্রিল) সকালে উপজেলার পোওতা রেললাইনের পাশ থেকে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ। নিহত আমিরুল ইসলাম উপজেলার পোওতা টিকরিপাড়ার গ্রামের আব্দুস ছালাম গয়েরের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল শুক্রবার সারাদিন আমিরুল ইসলাম বাড়িতে ছিলেন। সন্ধ্যায় ট্রাক্টর চালাতে পোওতা হবির মোড় এলাকায় আসেন। রাত ১০টা পর্যন্ত তিনি বাড়িতে না ফেরায় তার স্ত্রী লাকি আক্তার মোবাইল ফোনে স্বামী আমিরুল ইসলামকে বাড়িতে আসতে বলেন।

তিনি বাড়ি না ফিরে রহস্যজনকভাবে নিখোঁজ হন। এরপর আজ শনিবার ১২ এপ্রিল) সকাল ৬টায় স্থানীয়রা আদমদীঘি উপজেলার পোওতা রেললাইনের কাছে বাড়ির পাশে শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতে হত্যা করে রক্তাক্ত অবস্থায় আমিরুলের লাশ পড়ে থাকতে দেখেন। সান্তাহার রেলওয়ে থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে আমিরুল ইসলামের মরদেহ উদ্ধার করে। আমিরুল ইসলামের স্ত্রী লাকি আক্তারের দাবি তার স্বামীকে ছুরিকাঘাতে হত্যা করে ওই স্থানে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।

আরও পড়ুন

সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান জানান, তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে তাকে অন্যত্র হত্যা করে রেললাইনের পাশে ফেলে রেখে যাওয়া হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের জোতপাড়া নৌঘাট পরিণত হয়েছে মনোরম বিনোদন কেন্দ্রে

লালমনিরহাটে লাম্পি স্কিন রোগে শতাধিক গরু মারা গেছে

বগুড়ার শিবগঞ্জে তিনটি হিমাগারে হামলা-ভাঙচুর, হিমাগারে ভাড়া বাড়ানোর প্রতিবাদ

বগুড়ায় শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ, কারাগারে মাদরাসা সুপার

নওগাঁর রাণীনগরে বিস্ফোরক মামলায় ইউপি সদস্য গ্রেফতার

নওগাঁর রাণীনগরে ৩ মাদকসেবীর কারাদন্ড