ভিডিও রবিবার, ২৭ জুলাই ২০২৫

পারিবারিক কলহে নিজ শরীরে কেরোসিন ঢেলে আগুনে দগ্ধ যুবকের মৃত্যু

পারিবারিক কলহে নিজ শরীরে কেরোসিন ঢেলে আগুনে দগ্ধ যুবকের মৃত্যু

নিউজ ডেস্ক:   তিনদিন চিকিৎসাধীন থাকার পর নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আগুনে দগ্ধ হয়ে  মো. আশিকুর রহমান (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। পারিবারিক কলহের জের ধরে তিনি নিজ শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দগ্ধ হন।  


বৃহস্পতিবার (১০ এপ্রিল) ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আশিকুর রহমান সোনারগাঁও উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের দড়িগাঁও গ্রামের মোশাররফ হোসেনের ছেলে। তিনি শম্ভুপুরা ইউনিয়নের ৮নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন। তার মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আশিকুর রহমান সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে পারিবারিক কলহের জেরে তার নিজের বসতঘরে দরজা বন্ধ করে শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে স্বজনরা দরজা ভেঙে তাকে মারাত্মক দগ্ধ অবস্থায় উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন। 

আরও পড়ুন

নিহতের বোন জামাই মো. আবদুল গাফফার মিয়া বলেন, “মাদকাসক্ত হওয়ার কারণে বিভিন্ন সময়ে স্ত্রী ও পরিবারের সদস্যদের সাথে তার মনোমালিন্য হতো। পারিবারিক বিষয়ে ক্ষোভে সে নিজের শরীরে আগুন দেয়।”

সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ মফিজুর রহমান বলেন, “আশিকুর রহমান নামে এক যুবক নিজ শরীরে আগুন দিয়ে মারা গেছেন। এবিষয়ে কেউ কিছু জানায়নি। তবে খবর নিয়ে জানা যায়, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে। তার স্ত্রীর সঙ্গেও বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া বিবাদ চলছিল। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। লাশ ঢামেকের মর্গে রাখা হয়েছে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামের নাগেশ্বরীতে লাল শাপলায় ভরে গেছে মওয়ামারী বিল

দেশের ৮ বিভাগীয় শহরে মাদক আদালত স্থাপন করা হবে : বগুড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণের মহাপরিচালক হাসান মারুফ

সেনাবাহিনীর সহায়তায় রাস্তায় থাকা গাছ ও খুঁটি অপসারণ

সড়ক দুর্ঘটনায় তিনজন নিহতের মামলায় চালক গ্রেফতার

বগুড়ার শাজাহানপুরে তাঁতী লীগ নেতা গ্রেফতার

রংপুরে জুলাই ৩৬ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের লোগো উন্মোচন