নিউজ ডেস্ক
প্রকাশ : ২৭ জুলাই, ২০২৫, ১১:০৭ রাত
সেনাবাহিনীর সহায়তায় রাস্তায় থাকা গাছ ও খুঁটি অপসারণ

সেনাবাহিনীর সহায়তায় রাস্তায় থাকা গাছ ও খুঁটি অপসারণ
সিরাজগঞ্জ ও বেলকুচি প্রতিনিধি : সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় বেতিল বাজার এলাকায় একটি বড় বৈদ্যুতিক খুঁটি এবং একটি বটগাছ হঠাৎ সড়কের ওপর ভেঙে পড়ে ৭ জন আহত হয়েছে। গাছ পড়ে যাওয়ার ঘটনায় রাস্তা বন্ধ হয়ে গেছে।
গত শুক্রবার রাত সাড়ে ৯টায় টহলে থাকা ১১পদাতিক ডিভিশনের বেলকুচি আর্মি ক্যাম্পের সেনা সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে নিজস্ব ব্যবস্থাপনা ও তত্ত্বাবধানে গাছ ও বৈদ্যুতিক খুঁটি অপসারণ করে রাস্তাটি যান চলাচলের উপযোগী করে তোলা হয়।
আরও পড়ুনমন্তব্য করুন