কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৩৯ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৩৯ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গ্রেফতারকৃত যুবকের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আজ রোববার (২৭ জুলাই) সকালে কুড়িগ্রাম কারাগারে প্রেরণ করা হয়েছে।
ডিবি পুলিশ জানায়, গতকাল শনিবার সন্ধ্যায় ডিবি পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বড়ভিটা ইউনিয়নের মহাবিদ্যালয়ের মাঠে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩৯ পিস ইয়াবা, মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও মাদক বিক্রির অর্থসহ বড়ভিটা এলাকার মাদক কারবারি সাগর খানকে (২১) হাতেনাতে গ্রেফতার করা হয়।
আরও পড়ুনকুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ডিবি পুলিশের ওসি মো. বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক কারবারির বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আজ রোববার (২৭ জুলাই) সকালে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন