করতোয়া নদী দখলমুক্ত করতে বিসিএল গ্লাস ফ্যাক্টরিতে উচ্ছেদ অভিযান

স্টাফ রিপোর্টার : বগুড়া সদরের বাঘোপাড়াস্থ বিসিএল গ্লাস ফ্যাক্টরিতে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। অবৈধভাবে করতোয়া নদী ভরাট করে তাতে ওই প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে অভিযোগ এনে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড এবং পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর সহায়তায় সহকারী কমিশনার নাহিয়ান মুনসীফ এই অভিযান পরিচালনা করেন।
বগুড়ার করতোয়া নদীসহ দেশের সাতটি নদী দখল এবং দূষণমুক্ত করার পদক্ষেপ নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে করতোয়া নদী দখল ও দুষণ মুক্ত করার জন্য তাগিদ দেওয়া হয়। দখল মুক্ত করার অংশ হিসেবে গত ২ জানুয়ারি একটি উচ্ছেদ নোটিশ জারী করা হয়।
ওই নোটিশের প্রেক্ষিতে টিএমএসএস এর পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে ৩ জন জেলা প্রশাসক কর্তৃক স্থাপনা করার অনুমতিপত্র সংযুক্ত করে বিকল্প বিরোধ নিষ্পত্তির আবেদন করা হয় এবং টিএমএসএস এর লিগ্যাল বিভাগ কর্তৃক উক্ত নোটিশের কার্যকারীতা অধর্তব্য ঘোষনা চেয়ে বগুড়ার ১ম যুগ্ম জেলা জজ আদালতে একটি মোকর্দ্দমা দায়ের করে এবং আদালত উক্ত নোটিশের উপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারী করেন। পরবর্তীতে নিষেধাজ্ঞা বাতিল হলে আজ বুধবার (৯ এপ্রিল) এই অভিযান চালানো হয়।
আরও পড়ুনবগুড়া পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, করতোয়া নদীর স্বাভাবিক পানি প্রবাহ দুটি জায়গায় লুপ করেছে। নদীর মোট ১৬ দশমিক ৯৭ একর জমি মাটি ফেলে ভরাট করা হয়েছে। এর মধ্যে হাসপাতালের কাছে ৪.৯ একর জমি রয়েছে । গ্লাস ফ্যাক্টরি এলাকায় বাকী জমি রয়েছে।
নদীকে দখলমুক্ত করার বিষয়ে বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা জানান, দেশের ৭টি নদী অগ্রাধিকার ভিত্তিতে দখল ও দুষণ মুক্ত করা হচ্ছে। এর মধ্যে করতোয়া নদী একটি। এরই অংশ হিসেবে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
মন্তব্য করুন