ভিডিও বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে সবচেয়ে পিছিয়ে রংপুর বিভাগ

বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে সবচেয়ে পিছিয়ে রংপুর বিভাগ

রংপুর প্রতিনিধি : বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে দেশে সবচেয়ে পিছিয়ে রংপুর বিভাগের রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলা। পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে, ২০২০-২১ অর্থবছরে রংপুর বিভাগের আট জেলায় রেমিটেন্স এসেছে ৬৮৩ দশমিক ৬ মিলিয়ন মার্কিন ডলার। ২০২৩-২৪ অর্থবছরে তা কমে দাঁড়িয়েছে ৩০১ দশমিক শূন্য ৩ মিলিয়নে। আর চলতি অর্থবছরের নয় মাসে এর পরিমাণ ১শ’ ৭৭ মিলিয়ন মার্কিন ডলার।

রংপুর বিভাগে রেমিট্যান্সের হার ২০২০-২১ অর্থবছরে, ৬৮৩.৬ মিলিয়ন ইউএস ডলার, ২০২১-২২ অর্থবছরে ৬৪২.৮ মিলিয়ন ইউএস ডলার, ২০২২-২৩ অর্থবছরে- ৩৪৬.০৪ মিলিয়ন ইউএস ডলার, ২০২৩-২৪ অর্থবছরে ৩০১.৩ মিলিয়ন ইউএস ডলার, ২০২৪-২৫ অর্থবছরে  ১৭৭ মিলিয়ন ইউএস ডলার।

কর্মসংস্থানে সাথে জড়িত সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, এই বিভাগের মানুষের প্রবাসে যেতে অনাগ্রহ, দক্ষ জনশক্তির অভাব এবং বৈধ রিক্রটিং এসেন্সি না থাকায় এই আট জেলার মানুষ পিছিয়ে পড়ছে। আর সুযোগ কাজে লাগিয়ে দালালরা নানা প্রলোভন দেখিয়ে হাতিয়ে নিচ্ছে টাকা। তাদের খপ্পরে পড়ে সর্বস্বান্ত হচ্ছেন অনেকে।

তবে রংপুর জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের কর্মকর্তারা জানিয়েছেন, দালালের দৌরাত্ম ও এজেন্সির অনিয়ম ঠেকাতে ব্যবস্থা নেয়া নেয়া হবে। ২০২৩ সালে দুবাইয়ের একটি পাঁচ তারকা হোটেলে শ্রমিক হিসেবে যাওয়ার জন্য স্থানীয় এক দালালের সাথে ৪ লাখ টাকায় চুক্তি হয় রংপুর মিঠাপুকুর উপজেলার ঈসমাইল হোসাইনের। তবে কয়েক দফায় হাত বদল হয়ে টুরিস্ট ভিসায় তিনি দুবাই পৌঁছালেও মেলেনি কোন কাজ। পরে আত্মীয়দের সহায়তায় দুই মাস পর দেশে ফেরেন ঈসমাইল।

একইভাবে তিন ভাই মিলে দালালকে মালেশিয়া যেতে ৯ লাখ টাকা দিয়েছিলেন ওই এলাকার আশরাফুল। তবে বিদেশ যাওয়া তো দূরের কথা, কষ্টের টাকাও ফেরত পাননি তারা। ঈসমাইল হোসাইন ও আশরাফুল জানান, মিঠাপুর উপজেলার ইমাদপুর ইউনিয়নে বিদেশগামী লোকের সংখ্যা বেশি। ফলে এখানে অনেক দালল চক্র গড়ে উঠেছে। এই দালারেরা নানা প্রলোভন দেখিয়ে বিদেশে নিয়ে যাবার কথা বলে সহজ সরল মানুষের কাজ থেকে হাতিয়ে নিচ্ছে টাকা। এব্যাপারে থানায় মামলা হলেও কোন প্রতিকার হচ্ছে না।

আরও পড়ুন

২০০৫ থেকে ২০২২ সাল পর্যন্ত বিদেশে কর্মসংস্থান হয়েছে দেশের ১ কোটি ৫ লাখ ৯ হাজার ২০৮ জনের। এরমধ্যে সবচেয়ে কম সংখ্যা রংপুর বিভাগের, মাত্র ১ দশমিক ৮ শতাংশ। জনশক্তি নিয়ে কাজ করেন একটি বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মকর্তা হাসিবুল হক জানান, রংপুর বিভাগের আট জেলার মানুষ সহজে বিদেশ মুখি হতে চায় না।

এর কারণ হিসেবে তিনি জানান, এই অঞ্চলে দারিদ্রতার হার বেশি। বিদেশ যাওয়ার জন্য অনেকের পক্ষে পাঁচ-সাত লাখ টাকা খরচ করা সম্ভব না। সরকারি সহযোগিতায় বিদেশ যাওয়া যায় অনেকে তা জানেন না। প্রান্তিক পর্যায়ে প্রচারণার পাশাপাশি অবৈধ রিক্রুটিং এজেন্সি ও দালালের দৌরাত্ম কমাতে কঠোর হতে হবে। বিশেষ করে কারিগরিক প্রশিক্ষণের ওপর জোর দিতে হবে।

রংপুর কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মো. নেশারুল হক জানান, বিদেশ যাওয়ার সময় কেউ যদি প্রতারণার শিকার হয় আমাদের কাছে অভিযোগ করলেই আমরা তদের বিরুদ্ধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছি। দালালের দৌরাত্ম ও এজেন্সির অনিয়ম ঠেকাতে ব্যবস্থা নেয়া হয়েছে। তিনি জানান, কেউ যদি বিদেশে কর্মসংস্থানের জন্য পাড়ি দেয় তাদেরকে আমরা বিভিন্ন ভাবে সহযোগিতা করে আসছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের কাজিপুরে টিনের চালা কেটে চুরির রহস্য উদঘাটন গ্রেফতার ৪

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শরীয়াহ কাউন্সিলের সভা অনুষ্ঠিত -৩০ এপ্রিল ২০২৫

চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলের কর্মকর্তাদের নিয়ে মার্কেন্টাইল ব্যাংকের দিনব্যাপী  মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

দেশের রিজার্ভ বেড়ে ২৭.৪১ বিলিয়ন ডলার

চিন্ময় দাসের জামিন স্থগিত

ঠাকুরগাঁওয়ে চেতনানাশক খাইয়ে টাকাসহ অলংঙ্কার চুরি