ভিডিও বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

‘আফটারশক’ সহ পাপুয়া নিউগিনিতে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা

‘আফটারশক’ সহ পাপুয়া নিউগিনিতে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক:  দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত পাপুয়া নিউগিনিতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভের রিপোর্ট অনুযায়ী, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬ দশমিক ৯। ভূমিকম্পের কয়েক মিনিটের মধ্যে জোরালো ‘আফটারশক’ (ভূমিকম্পের পরবর্তী কম্পন) হয়েছে। ফলে ওই এলাকায় সুনামির সতর্কতা জারি করা হয়েছে।সংবাদ মাধ্যম এবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শনিবার (৫ এপ্রিল) ভোর ৬টা ৪ মিনিটে প্রথমবার কাঁপে পাপুয়া নিউগিনির নিউ ব্রিটেন দ্বীপ।
 
ওই দ্বীপের উপকূলের অন্তত ১০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎস। এর ফলে সমুদ্রে ঢেউয়ের উচ্চতা স্বাভাবিকের চেয়ে অনেকটা বেড়ে যায়। যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, নিউ ব্রিটেন দ্বীপে তিন থেকে নয় ফুট পর্যন্ত হতে পারে ঢেউয়ের উচ্চতা। এ ছাড়াও পাপুয়া নিউগিনির বেশ কিছু দ্বীপে সুনামির ফলে উঁচু ঢেউয়ের সতর্কতা জারি করা হয়েছে। প্রতিবেশী সলোমন দ্বীপপুঞ্জেও এর প্রভাব পড়তে পারে।


 
যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, পাপুয়া নিউগিনিতে শনিবার ভোরে দুটি কম্পনের মধ্যে মাত্র ৩০ মিনিটের ব্যবধান ছিল। পাপুয়া নিউগিনিতে ভূমিকম্পের ঘটনা বেশ সাধারণ। এই দেশটি প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’-এ অবস্থিত। এছাড়া টেকটোনিক প্লেটের মধ্যে ঘর্ষণের কারণে ভূমিকম্পের ক্রিয়াকলাপের জন্য এই অঞ্চলটি একটি হটস্পট।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে সেমিতেই মেসি যাত্রার ইতি 

এএফসি চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনাল থেকে বিদায় রোনালদোরা

রেকর্ড গড়ে আইপিএলে হ্যাট্রিক উইকেট শিকার চাহালের 

ক্রিকেট দলের নির্বাচক প্যানেলে হান্নান সরকারের স্থলাভিষিক্ত কে?

২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়সূচি ও সাত ভেন্যুর নাম ঘোষণা

কিশোরগঞ্জের পনির ও রাতাবোরো ধান পেলো জিআই স্বীকৃতি