ভিডিও মঙ্গলবার, ১৩ মে ২০২৫

সালমানের ‘সিকান্দার’ এর ছন্দপতন

সালমানের ‘সিকান্দার’ এর ছন্দপতন, ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক : দুই বছর পর ঈদে সিনেমা নিয়ে হাজির সালমান খান। তার ‘সিকান্দার’ ঘিরে দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে। বক্স অফিসের রেকর্ড ভেঙেচুড়ে একাকার করে দেওয়ার অপেক্ষায় ছিল সালমান-ভক্তরা। তবে মুক্তির পর সেভাবে ধামাকা দিতে পারেনি ‘সিকান্দার’। বরং মাত্র চারদিনেই বক্স অফিসে ঘটল বড়সড় ছন্দপতন!

ঈদের সিনেমা হিসেবে বেশ সাদামাটা এক ওপেনিং দিয়ে যাত্রা শুরু করেছে সিকান্দার। বাণিজ্য ওয়েবসাইট স্যাকনিল্ক-এর রিপোর্ট অনুসারে, প্রথম দিন বক্স অফিসে সিনেমাটি ২৬ কোটি টাকা আয় করেছে। আর দ্বিতীয় দিনে ‘সিকান্দার’ ২৯ কোটি টাকা তোলে ভারতীয় বক্স অফিসে। তৃতীয় দিন ১৯.৫০ কোটি টাকা আয় করেছে। আর চতুর্থ দিন আয় নেমেছে একেবারে ৯ কোটিতে! ২ এপ্রিল অর্থাৎ চতুর্থ দিন সিকান্দার আয় করেছে মাত্র ৯ কোটি ৭৫ লাখ টাকা। যার ফলে চারদিনে ভারতীয় বক্স অফিসে সিকান্দারের আয় দাঁড়িয়েছে ৮৪ কোটি টাকা। বিশ্ববাপী ১০০ কোটি আয়ের ল্যান্ডমার্ক অতিক্রম করেছে এটি। এদিকে ছন্দপতনের পাশাপাশি বক্স অফিসে সিকান্দার ভাঙতে পারেনি আগের কোনো রেকর্ড।

আরও পড়ুন

এ বছর ভিকি কৌশলের ‘ছাভা’ বা মোহনলালের ‘এল ২: এমপুরান’কে ছাপিয়ে গিয়ে বছরের সর্বোচ্চ ওপেনিং আয়ের রেকর্ড করতে পারেনি সিকান্দার। এছাড়া নিজের আগের সিনেমাগুলোর রেকর্ডও ভাঙতে পারেনি সালমান খান। যেখানে ঈদ মানেই সালমান তাণ্ডব বক্স অফিসে, সেখানে এবার সিকান্দারে নেই সেই আমেজ। এ আর মুরুগাদোসের পরিচালনায় ‘সিকান্দার’ প্রযোজনা করছেন সাজিদ নাদিয়াদওয়ালা। সংগীত পরিচালনায় আছেন প্রীতম। এতে সালমান খানের বিপরীতে অভিনয় করেছেন দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা। এ ছাড়া আছেন কাজল আগরওয়াল, শারমান যোশী প্রমুখ। সিনেমাটি মুক্তি পেয়েছে ঈদুল ফিতরে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্থের অভাবে যেন থেমে না যায় স্বপ্ন—শিক্ষার্থীদের পাশে ছাত্রদল নেতা রবিউল আউয়াল

জবিতে বাজেট ও আবাসন ভাতার দাবিতে শিক্ষার্থীদের গেটলক কর্মসূচি

সাবেক এমপি মমতাজ বেগম গ্রেপ্তার

বগুড়ার সোনাতলায় শতাধিক নলকূপ বিকল মেরামতের উদ্যোগ নেই

দিনাজপুরের বিরলে বন খেজুর গাছের সন্ধান

বগুড়ার ধুনট থানায় অভিযোগ দিতে এসে আওয়ামী লীগ নেতা গ্রেফতার