ভিডিও সোমবার, ১২ মে ২০২৫

শুটিং সেটে আহত তটিনী

জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক : শুটিং সেটে দুর্ঘটনার শিকার হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। রোববার (১১ মে) সন্ধ্যায় চট্টগ্রামে একটি নাটকের শুটিং সেটে এই দুর্ঘটনা ঘটে। তথ্যটি নিশ্চিত করেছেন তারই সহশিল্পী তৌসিফ মাহবুব।

জানা গেছে, চট্টগ্রামে ‘মন মঞ্জিলে’ নামের একটি নাটকের শুটিং চলছিল। শুটিং চলাকালীন মাথায় আঘাত পান তটিনী। দুর্ঘটনার পর হাসপাতালে নেওয়া হয় অভিনেত্রীকে। তৌসিফ মাহবুব জানান, চট্টগ্রামে ঈদের জন্য একটি নাটকের শুটিং করছিলেন তারা। রোববার সন্ধ্যায় সেটের একটি লাইট স্ট্যান্ড তটিনীর মাথার ওপর পড়ে যায়। এতে আঘাত পেয়েছেন তিনি। সঙ্গে সঙ্গেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, বর্তমানে শঙ্কামুক্ত রয়েছেন তটিনী। শুটিং সেটে দুর্ঘটনার পর অভিনেত্রীকে দ্রুত পাশে অবস্থিত ম্যাক্স হাসপাতালে নেওয়া হয়।

চিকিৎসক জানিয়েছেন, যেহেতু মাথায় চোট লেগেছে, এখন সম্পূর্ণ বিশ্রাম প্রয়োজন। তারা পর্যবেক্ষণে রেখেছেন। কথা বলতে নিষেধ করেছেন অভিনেত্রীকে।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অসময়ে তিস্তার ভাঙনে নদীগর্ভে বিলীন ফসলি জমি

সিরাজগঞ্জের কাজিপুরের ঢেকুরিয়া হাটের বেহাল দশা, খুলে পড়ছে টিনের চালা

চাঁপাইনবাবগঞ্জে বিস্ফোরকসহ বিভিন্ন মামলায় ৭ আওয়ামী লীগ নেতাকর্মী গ্রেফতার

কুষ্টিয়ায় ৪০টি দেশীয় শালিক পাখি উদ্ধার

পাবনার সুজানগরে ব্র্যান্ডের বোতলজাত সয়াবিন তেল সংকট

আইভীর জামিন আবেদন নামঞ্জুর