ভিডিও রবিবার, ১৫ জুন ২০২৫

বগুড়ার সোনাতলায় শতাধিক নলকূপ বিকল মেরামতের উদ্যোগ নেই

বগুড়ার সোনাতলায় শতাধিক নলকূপ বিকল মেরামতের উদ্যোগ নেই। ছবি : দৈনিক করতোয়া

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সোনাতলায় শতাধিক বিকল নলকূপ দীর্ঘদিন ধরে মেরামতের কোন উদ্যোগ নেয়নি উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ। জানা গেছে, উপজেলার বিভিন্ন স্থানে স্থাপন করা শতাধিক নলকূপ বিকল হয়ে পড়লেও তা মেরামতের উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

প্রতি বছর বন্যার সময় নদী এলাকায় তড়িঘড়ি করে বিশুদ্ধ পানি সরবরাহের জন্য স্থাপন করা নলকূপগুলো পরবর্তীতে অকেজো হয়ে পড়ে। দীর্ঘদিন যাবত বিকল হওয়ায় নলকূপগুলো মেরামত না করায় উপজেলার বিভিন্ন এলাকার মানুষ বিশুদ্ধ পানি থেকে বঞ্চিত হচ্ছে।

আরও পড়ুন

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী জাহানারা খাতুন বলেন, নলকূপ কখনও অকেজো হয় না। চৈত্র-বৈশাখ মাসে পানির স্তর নিচে নেমে যায়। এ কারণে কিছু কিছু এলাকায় নলকূপগুলোতে পানি ওঠে না। এ ধরনের অকেজো নলকূপের প্রকৃত সংখ্যা তার জানা নেই। কেউ তার দপ্তরে এ সম্পর্কে জানাননি। আবেদন পাওয়া গেলে অকেজো নলকূপগুলো মেরামত করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধার সাঘাটায় জমি নিয়ে সংঘর্ষে আহত ১২

কোটালীপাড়ায় ২০০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

গৌরনদীতে বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলচালক নিহত

 লক্ষ্মীপুরে দৃষ্টিহীন বৃদ্ধকে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ২

ডাকসু নির্বাচন :কমিশনারের আলোচনায় একাধিক শিক্ষকের নাম 

যেভাবে বিনামূল্যে অনলাইনে দেখবেন ক্লাব বিশ্বকাপ