ভিডিও রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫

ঠাকুরগাঁওয়ের হরিপুরে পেট্রোল পাম্পে চুরি

ঠাকুরগাঁওয়ের হরিপুরে পেট্রোল পাম্পে চুরি। প্রতীকী ছবি

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের হরিপুরে অভিনব কায়দায় দিনের বেলায় মেসার্স লুৎফর রহমান ফিলিং স্টেশনে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ক্যাশ কাউন্টারের তালা ভেঙে ৬০ হাজার টাকা চুুরির অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গত সোমবার ঈদের দিন সকাল সাড়ে ৭ টায় উপজেলার যাদুরানীতে মেসার্স লুৎফর রহমান ফিলিং স্টেশনে।

এসময় ফিলিং স্টেশনে কেউ ছিল না বলে জানা গেছে। চুরির বিষয়ে  হরিপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও হরিপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ফিলিং স্টেশনের মালিক আবু তাহের বলেন, এসময় পাম্পে কেউ ছিল না সেই সুযোগে দষ্কৃতকারীরা অভিনব কায়দায় পাম্পের ক্যাশ কাউন্টারের তালা ভেঙে ৬০ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে।

আরও পড়ুন

এ বিষয়ে হরিপুর থানায় অবহিত করা হয়েছে। এ নিয়ে গত মাসে ২৫ দিনের ব্যবধানে দিনের বেলায় দুই ব্যবসায়ীর দুটি প্রতিষ্ঠানে দিনের বেলায় চুরির ঘটনা ঘটলো। হরিপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকারিয়া মন্ডল বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগ পেলে আইন গত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় মসজিদের খতিবকে হত্যা: জড়িতদের বিচারের দাবিতে ৩ কর্মসূচি ঘোষণা

খালি পেটে চা খাওয়া কি ক্ষতিকর?

হাসিনা-কাদের-শামীম ওসমানসহ ৪৫ আসামির বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জে হত্যা মামলা

নবীনগরে খেলা নিয়ে বিতণ্ডা, অস্ত্রের আঘাতে কিশোরের দুই আঙুল বিচ্ছিন্ন

হারিয়ে যাচ্ছে দেশি মাছ

বিসিসিআই নির্বাচনের তারিখ ঘোষণা