ভিডিও রবিবার, ০৪ মে ২০২৫

জয়পুরহাটের কালাইয়ে চোরকে থানা থেকে ছেড়ে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের কালাইয়ে চোরকে থানা থেকে ছেড়ে দেওয়ার অভিযোগ

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের কালাইয়ে সিসিটিভি ফুটেজ দেখে মোটরসাইকেল চোরকে আটকের পর টাকা নিয়ে থানা থেকে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে কালাই থানার ওসি জাহিদ হোসেনের বিরুদ্ধে। এ ঘটনায় গত রোববার বিকেলে মোটরসাইকেলের মালিক কালাই পৌরশহরের থুপসাড়া মহল্লার আব্দুল খালেকের ছেলে আবু ইউসুফ নিজেই অভিযোগ করেন। গত শনিবার দিবাগত রাতে চোরকে তার বাড়ি থেকে আটক করে পুলিশ।

এরপর তাকে থানা হাজতে সারারাত রেখে টাকা নিয়ে রোববার সকালে ছেড়ে দিয়েছে বলে জানান মোটরসাইকেলের মালিক নিজেই। আটককৃত ব্যক্তি মনোয়ার হোসেন উপজেলার পুনট ইউনিয়নের রাধানগর গ্রামের মৃত কাছেম উদ্দিনের ছেলে। অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১১ মার্চ বিকেলে কালাই পৌরশহরের থুপসাড়া মহল্লার বাসিন্দা আবু ইউসুফ নিজ বাড়ির সামনে রাস্তার পাশে মোটরসাইকেলটি রেখে ভিতরে যান।

এর কিছুক্ষণ পর বাড়ির বারান্দা হতে মোটরসাইকেলের পাশে দুইজন অপরিচিত ব্যক্তিকে দেখতে পান । সন্দেহ হলে বাড়ির পিছন গেট হয়ে বাহিরে আসামাত্র মোটরসাইকেলটি ওই দুই ব্যক্তি নিয়ে যায়। তখন মোটরসাইকেলের মালিক তাদের পিছনে ধাওয়া করে ধরার চেষ্টা করেন কিন্তু ধরতে পারেননি। এরপর তিনি পাশ্ববর্তী একটি অফিসের সিসিটিভি থেকে ভিডিও সংগ্রহ করেন এবং তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে ওইদিনের ভিডিও এবং চোরের ছবি পোস্ট করেন। সেই সাথে কালাই থানায় সরবরাহ করেন।

ফেসবুক পোস্টের জের ধরে গত ২৯ মার্চ দিনের বেলায় স্থানীয় লোকজন ওই ছবি সনাক্ত করেন এবং মোটরসাইকেল মালিককে জানান। এরপর তিনি শনিবার সন্ধ্যায় থানায় গিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন এবং ইন্সপেক্টর তদন্ত এসএম কামাল হোসাইনকে চোর সনাক্তের বিষয়ে জানান। রাতেই পুলিশ অভিযান চালিয়ে চোরকে আটক করে থানায় নিয়ে এসে হাজতখানায় রাখেন। রাত গভির হওয়ায় মোটর সাইকেল মালিককে পরদিন সকালে থানায় আসার কথা বলে বিদায় করেন ওসি। এরপর রাতেই মোটা অঙ্কের টাকার বিনিময়ে চোরকে ছেড়ে দেওয়া হয়।

আরও পড়ুন

চুরি যাওয়া মোটরসাইকেল মালিক আবু ইউসুফ বলেন, চোরকে সনাক্তের পর আটক করতে আমি নিজেই পুলিশকে সহযোগীতা করেছি। রাতে যখন চোর মনোয়ারকে আটক করে থানায় নিয়ে যাওয় হয়, তখনও আমি থানায় ছিলাম। ওসি আমাকে বলে, রাত অনেক হয়েছে, রোববার সকালে আসো, মামলা নিয়ে চোরকে জেল-হাজতে পাঠানো হবে। কিন্তু সকালে থানায় এসে শুনি চোরকে ছেড়ে দেওয়া হয়েছে। একজন অভিযুক্ত ব্যক্তিকে পুলিশ কেন ছেড়ে দিল? তাকে থানায় এনে যদি ছেড়ে দেওয়াই হয়, তাহলে নিয়ে আসা হলো কেন? এনিয়ে আমি হতাশ।

আবু ইউসুফের বাবা আব্দুল খালেক বলেন, এত প্রমান দেওয়ার পরও ওসি কিভাবে একজন অভিযুক্ত ব্যক্তিকে থানায় এনে ছেড়ে দেয়। আবার বলে ছেড়ে দিয়েছি তো কি হয়েছে, তদন্ত করছি, ব্যবস্থা নেওয়া হবে। কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন জানান, অভিযোগকারির ছবি সরবরাহের ভিত্তিতে একজন ব্যক্তিকে থানায় নিয়ে আসা হয়েছিল, পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। মোটরসাইকেল চুরির ঘটনা তদন্ত চলমান।

মুঠোফোনে জয়পুরহাটের পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব জানান, এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পল্টনে সাব্বির টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে

একদিন পেছালো খালেদা জিয়ার দেশে ফেরা

দিনাজপুরের বিরলে ২২৫ বোতল ফেনসিডিল উদ্ধার

বগুড়ার ধুনটে জমিতে বিষ দিয়ে ফসল নষ্টের অভিযোগ

বগুড়ার শেরপুরে জমে উঠেছে ধান কাটা শ্রমিকের হাট

নেটপ্রো মডেল স্কুল এন্ড কলেজ, বগুড়ায় নিয়োগ বিজ্ঞপ্তি