ভিডিও শনিবার, ০৫ জুলাই ২০২৫

রূপপুর প্রকল্পের প্রথম ইউনিটে সফলভাবে স্থাপিত হলো টারবাইন

রূপপুর প্রকল্পের প্রথম ইউনিটে সফলভাবে স্থাপিত হলো টারবাইন

পাবনা প্রতিনিধি : নির্মাণাধীন পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে টারবাইন স্থাপনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ও চূড়ান্ত ধাপ সম্পন্ন হয়েছে। এই ধাপে টারবাইন সেটটিকে বারিং গিয়ারের ওপর নির্ভুলভাবে বসানো হয়েছে। স্থাপন পরবর্তী পরীক্ষাকালে টারবাইনের শ্যাফট ধীর গতিতে ঘোরানো হয়। গতকাল মঙ্গলবার বিকেলে রসাটম প্রকৌশল শাখা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্টার্টআপ এবং শাটডাউনের সময় টারবাইন রোটরের যথাযথ এলাইনমেন্ট ও ভারসাম্য নিশ্চিত করে এই বারিং গিয়ার। যা নিরাপত্তা এবং দক্ষ কার্যক্রম পরিচালনার জন্য জরুরী। পরীক্ষাকালে বিশেষজ্ঞরা টারবাইন সেটের সংযোজনের উচ্চমান এবং নিখুঁত এলাইনমেন্টের ব্যাপারে নিশ্চিত হন।

বাংলাদেশ প্রকল্পের জন্য এতমস্ত্রয় এক্সপোর্টের ভাইস-প্রেসিডেন্ট আলেক্সি দেইরী বলেন, রূপপুর প্রকল্পের প্রথম ইউনিটের টারবাইন স্থাপনের কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। যা স্টার্টআপের পূর্বে একটি অতি গুরুত্বপূর্ণ ধাপ। বারিং গিয়ারের ওপর টারবাইন সেটের স্থাপন এবং কন্ট্রোল পরীক্ষার মাধ্যমে যন্ত্রপাতির সংযোজনের উচ্চমান এবং এগুলোর নির্ভরযোগ্যতা নিশ্চিত করা গেছে।

আরও পড়ুন

উল্লেখ্য, পাবনার ঈশ্বরদীর রূপপুরে নির্মিত হচ্ছে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। প্রকল্পটিতে প্রতিটি ১২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দু’টি পাওয়ার ইউনিট থাকছে। ইউনিটগুলোতে স্থাপিত হয়েছে ৩+ প্রজন্মের ভিভিইআর রিয়্যাক্টর। যত শিগগিরই সম্ভব জ্বালানি লোডিং এবং তৎপরবর্তী স্টার্টআপের জন্য প্রথম ইউনিটের প্রয়োজনীয় প্রস্তুতি চলছে। রূপপুর প্রকল্পের জেনারেল ডিজাইনার এবং কনট্রাক্টর হিসেবে দায়িত্ব পালন করছে রসাটম প্রকৌশল শাখা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজায় একদিনে ১৩৮ ফিলিস্তিনিকে হত্যা

রংপুর বিভাগের ৩৩ সংসদীয় আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা

লঙ্কানদের বিপক্ষে আজ জয়ের কোন বিকল্প নেই মিরাজদের

বাংলার মাটিতেই শেখ হাসিনাসহ আওয়ামী লীগের বিচার নিশ্চিত করবো : নাহিদ ইসলাম

চট্টগ্রামে হজযাত্রী নিয়ে যান্ত্রিক ত্রুটিতে রানওয়ের মাঝপথে আটকা উড়োজাহাজ

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস