ভিডিও মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

এমি অ্যাওয়ার্ডসে বাজিমাত করলো ‘অ্যাডোলেসেন্স’

এমি অ্যাওয়ার্ডসে বাজিমাত করলো ‘অ্যাডোলেসেন্স’

বিনোদন ডেস্ক : এমি অ্যাওয়ার্ডসের ৭৭তম আসরে বাজিমাত করেছে নেটফ্লিক্সের আলোচিত সিরিজ ‘অ্যাডোলেসেন্স’। সেরা লিমিটেড বা অ্যান্থলজি, সেরা অভিনেতা, সেরা পরিচালক, সেরা স্ক্রিপ্ট, সেরা পার্শ্ব অভিনেতা, সেরা পার্শ্ব অভিনেত্রী-এই ছয় শাখায় পুরস্কার জিতেছে সিরিজটি। এই সিরিজে অসাধারণ অভিনয়ের জন্য সবচেয়ে কম বয়সী পুরুষ অভিনেতা হিসেবে এমি জিতে রেকর্ড গড়লেন ১৫ বছর বয়সী আওয়েন কুপার।

‘অ্যাডোলেসেন্স’ সিরিজে কুপার জেমি মিলার চরিত্রে অভিনয় করেছেন। লিমিটেড সিরিজে সেরা সহ অভিনেতা হিসেবে পুরস্কার জিতেছেন এই কিশোর। যুক্তরাষ্ট্রের টেলিভিশন দুনিয়ায় সবেচয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ঘোষণা করা হয় রোববার রাতে লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে। এবারের আসরের সঞ্চালনা করেন কৌতুক অভিনেতা বারগেৎজি।

আরও পড়ুন

এছাড়া পুরস্কার পেয়েছে আলোচিত কমেডি সিরিজ ‘দ্য স্টুডিও’ ও ড্রামা সিরিজ ‘দ্য পিট’। পুরস্কারের তালিকা- সেরা ড্রামা সিরিজ: ‘দ্য পিট’ সেরা অভিনেতা (ড্রামা সিরিজ): নোয়া হয়াইল, ‘দ্য পিট’ সেরা অভিনেত্রী (ড্রামা সিরিজ): ব্রিট লোয়ার, ‘সেভারেন্স’ সেরা কমেডি সিরিজ: ‘দ্য স্টুডিও’ সেরা অভিনেতা (কমেডি সিরিজ): সেঠ রোগেন, ‘দ্য স্টুডিও’ সেরা অভিনেত্রী (কমেডি সিরিজ): জিন স্মার্ট, হ্যাকস সেরা লিমিটেড সিরিজ: ‘অ্যাডোলেসেন্স’ সেরা অভিনেতা (লিমিটেড): স্টিফেন গ্রাহাম, ‘অ্যাডোলেসেন্স’ অভিনেত্রী (লিমিটেড): ক্রিস্টিন মিলিওতি, ‘দ্য পেঙ্গুইন’ পরিচালক (ড্রামা সিরিজ): অ্যাডাম র্যানডাল, ‘স্লো হর্সেস’ (‘হ্যালো গুডবাই’) পরিচালক (কমেডি সিরিজ): সেঠ রোগেন ও ইভান গোল্ডবার্গ, ‘দ্য স্টুডিও’ (‘দ্য অনার’) পরিচালক (লিমিটেড সিরিজ): ফিলিপ বারান্তিনি, ‘অ্যাডোলেসেন্স’।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানের দাবি প্রত্যাখ্যান করলো আইসিসি

নওগাঁর ধামইরহাটে কষ্টিপাথরের মূর্তিসহ আটক ২

৪৫তম বিসিএসের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ

ওয়ালটন মাদারবোর্ডে (পিসিবিএ) হচ্ছে আমেরিকার সিকিউরিটি ডিভাইস

ঝিনাইদহে বিষপানে গৃহবধূর আত্মহত্যা

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের সাথে সংঘর্ষে মোটরসাইকেল চালক আবুল কালাম আজাদ নিহত