ভিডিও বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫

বগুড়ার ধুনটে ২ ফ্রিল্যান্সারকে অপহরণের পরিকল্পনাকারী পুলিশ গ্রেফতার

বগুড়ার ধুনটে ২ ফ্রিল্যান্সারকে অপহরণের পরিকল্পনাকারী পুলিশ গ্রেফতার

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনটে ২ ফ্রিল্যান্সারকে অপহরণের পর মুক্তিপণ আদায়ের মূল পরিকল্পনাকারী রাজশাহী মেট্রোপলিটন (আরএমপি) ডিবির কনস্টেবল ওহাব আলীকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (২৫ মার্চ) সকাল ৮ টায় রাজশাহী শহরের কর্ম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ওহাব আলী উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের দিঘলকান্দি গ্রামের আলতাব হোসেনের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, পুলিশ সদস্য ওহাব আলীর পরিকল্পনায় উপজেলার দিঘলকান্দি গ্রামের ফ্রিল্যান্সার রাব্বী ও জাহাঙ্গীর আলমকে গত ২৩ মার্চ রাত সাড়ে ১১টায় নিজ বাড়ি থেকে মাইক্রেবাসে তুলে অপহরণ করে গোয়েন্দা পুলিশের ৫ সদস্য।

রাত প্রায় ২টায় অপহরণকারীরা পরিবারের কাছে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে বিকাশের মাধ্যমে তিন লাখ ৩০ হাজার টাকা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

আরও পড়ুন

এ অবস্থায় ২ মার্চ ভোররাত ৪টায় বগুড়া-নাটোর মহাসড়কের শাজাহানপুর উপজেলার বীরগ্রাম বাসস্ট্যান্ড এলাকা থেকে আরএমপি’র গোয়েন্দা শাখার (ডিবি) এসআই শাহিন মোহাম্মদ অনু ইসলাম, কনস্টেবল রিপন মিয়া, আবুল কালাম আজাদ, মাহবুব আলম ও বাশির আলীকে গ্রেফতার করা হয়।

একই সঙ্গে মাইক্রোবাসের চালক মেহেদী হাসানকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় গতকাল সোমবার বিকেলে ভুক্তভোগী রাব্বীর বাবা সেলিম সেখ বাদি হয়ে ৭ জনের নামে থানায় মামলা দায়ের করেন। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, অপহরণ ও মুক্তিপণ আদায়ের মামলায় গ্রেফতারকৃত পুলিশ সদস্য ওহাব আলীকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে র‌্যাবের পৃথক অভিযানে গাঁজা ফেন্সিডিল উদ্ধারসহ ৫ জন  মাদকব্যবসায়ী গ্রেফতার

ডাকসুর ভোটার তালিকা অনলাইনে, নারী শিক্ষার্থীদের নিয়ে বাড়ছে সাইবার বুলিংয়ের ঝুঁকি

নওগাঁর আত্রাইয়ে কয়েক গ্রামের হাজার হাজার মানুষ পানিবন্দি

বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর পানি বাড়ছে, বন্যার আশঙ্কা

হার্ট অ্যাটাক করেছেন হিরো আলম

লালমনিরহাটে বিজিবি’র অভিযানে ৮২ কেজি ভারতীয় গাঁজা জব্দ