ভিডিও শুক্রবার, ০৯ মে ২০২৫

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তে ইয়াবাসহ চোরাকারবারি আটক

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তে ইয়াবাসহ চোরাকারবারি আটক। প্রতীকী ছবি

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তে ১ হাজার ৯২৫ পিস ইয়াবা ও টাকাসহ সামিউল (৪০) নামের এক মাদক কারবারিকে আটক করেছে বিজিবি। গতকাল রোববার রাত ৯টার দিকে উপজেলার পাথরডুবি ইউনিয়নের দিয়াডাঙ্গা সীমান্তে তাকে আটক করা হয়। সে ওই ইউনিয়নের বাঁশজানী গ্রামের খয়বার আলীর ছেলে।

বিজিবি সূত্র জানিয়েছে, গতকাল রোববার রাত ৯টার দিকে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর অধীনস্থ দিয়াডাংগা বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত মেইন পিলার নম্বর-৯৭৯ দিয়ে ভারত থেকে বাংলাদেশে মাদকদ্রব্য পাচারের গোপন সংবাদ পায় বিজিবির টহল টিম।

উক্ত তথ্যের ভিত্তিতে অত্র ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি এর নির্দেশনা মোতাবেক দিয়াডাংগা বিওপি’র টহলদল ১ জন ব্যক্তিকে মোটরসাইকেলযোগে বাঁশজানি হতে ময়দান কলেজের দিকে আসতে দেখে এবং মোটরসাইকেল আরোহীর আচরণ সন্দেহজনক হলে মোটরসাইকেল থামাতে বললে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে টহলদল তাকে ঘেরাও করে আটক করতে সক্ষম হয়।

আরও পড়ুন

পরে মোটরসাইকেল আরোহীকে এবং মোটরসাইকেলটি তল্লাশি করে ভেতরে থাকা শপিং ব্যাগ থেকে ১ হাজার ৯২৫ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট, ৩ লাখ ২৪ হাজার ৫০ টাকা, একটি ১০০ সিসি ডিসকভার মোটরসাইকেল ও একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করে। আটককৃত ব্যক্তিকে মাদকদ্রব্য পাচারের দায়ে মামলার মাধ্যমে ভূরঙ্গামারী থানায় হস্তান্তর করা হয়।

কুড়িগ্রাম ব্যাটালিয়নের (২২ বিজিবি) অধিনায়ক লে.কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক পিএসসি বলেন, মাদকদ্রব্য পাচার রোধে সীমান্তে বিজিবি’র অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারত-পাকিস্তান সংঘাত ‘আমাদের কোনও বিষয় নয়’ : যুক্তরাষ্ট্র

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জুমার পর সমাবেশ

ভারতকে ‘সিনেমা’ থেকে ‘বাস্তব’ জগতে ফিরে আসার আহ্বান পাকিস্তানের

আইভী গ্রেফতার

ঢাবির টিএসসি ও কলাভবন ক্যাফেটেরিয়ায় ২ টি পানির ফিল্টার স্থাপন

‘ব্যান, আওয়ামী লীগ’ স্লোগানে উত্তাল যমুনা