ফেনী সীমান্তে বিজিবির অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

ফেনীর পরশুরাম ও ছাগলনাইয়া সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ১ লাখ ২৮ হাজার টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে ও গরু জব্দ করেছে বিজিবি।
বুধবার ৪ বিজিবির সদস্যরা নিয়মিত টহলের সময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ডিসপ্লে এবং গরু জব্দ করা হয়।
ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোশারফ হোসেন বলেন, ‘চোরাচালান রোধে সীমান্ত এলাকায় বিজিবির টহল ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। জব্দ করা মালামাল স্থানীয় কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
আরও পড়ুনতিনি আরও বলেন, ‘সীমান্তে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ফেনী ব্যাটালিয়নের অভিযান চলমান থাকবে এবং কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।’
মন্তব্য করুন