ভিডিও সোমবার, ০৪ আগস্ট ২০২৫

ঠাকুরগাঁওয়ে মিলন হত্যার বিচার দাবিতে গ্রামবাসীর সড়ক অবরোধ

ঠাকুরগাঁওয়ে মিলন হত্যার বিচার দাবিতে গ্রামবাসীর সড়ক অবরোধ। ছবি : দৈনিক করতোয়া

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :  মিলন হোসেন (২৩) হত্যার বিচার দাবিতে ফুঁসে উঠেছে এলাকাবাসী। বিচারের দাবিতে সড়ক অবরোধে করায় স্থবির হয়ে পড়ে ঠাকুরগাঁওয়ের জনজীবন। আজ রোববার (২৩ মার্চ) বেলা ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার খনগাঁও ইউনিয়নের চাপাপাড়া গ্রামের বাসিন্দারা ঠাকুরগাঁও চৌরাস্তা অবরোধ করে বিক্ষোভ ও স্লোগান দিতে থাকে।

এর ফলে শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে ঠাকুরগাঁও রোড পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায়।পরে জেলা প্রশাসকের কার্যালয়ে গ্রামবাসীরা জড়ো হলে জেলা প্রশাসক ইশরাত ফারজানা তাদের দাবি পূরণের আশ্বাস দিলে গ্রামবাসী বাড়ি ফিরে যায়।

এদিকে মিলন হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে গত ৫ দিনে ৫ জনকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ। তাদের মধ্যে তিনজনকে রিমান্ডে নেওয়া হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- সদর উপজেলার মহেশপুর গ্রামের সেজান আলী (২৫), তার মা শিউলি বেগম, একই উপজেলার আরাজি পাইকপাড়া গ্রামের মুরাদ ওরফে নাসিম (২৫), সেজানের ভাগ্নে মহেশপুর গ্রামের মনিরুল হক (১৭) ও সেজানের ভাগনি পৌর শহরের তেলিপাড়া মহল্লার রত্না আক্তার ইভা (১৯)।

আরও পড়ুন

মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের উপ-পরিদর্শক নবিউল ইসলাম জানান, হত্যায় জড়িত সেজান, মুরাদ ও ইভাকে তিনদিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। রিমান্ড শেষে তাদের আদালতে তোলা হবে। উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি ঠাকুরগাঁও পলিটেকনিকের পেছন থেকে নিখোঁজ হন মিলন হোসেন। অপহরণকারীরা মিলনের পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে।

মিলনের বাবা পাঞ্জাব আলী জানান, ৯ মার্চ মুক্তিপণ হিসেবে ২৫ লাখ টাকা দিলেও তার ছেলের খোঁজ মেলেনি। পরে গত বুধবার রাতে সদর উপজেলার শিবগঞ্জ মহেশপুর গ্রামের সেজান আলীর বাড়ির পরিত্যক্ত টয়লেটের ট্যাঙ্ক থেকে মিলনের লাশ উদ্ধার করে জেলা ডিবি পুলিশ। মিলন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার খনগাঁও চাপাপাড়া এলাকার পাঞ্জাব আলীর ছেলে। তিনি ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) বিএসসি-তে ভর্তির জন্য গাজীপুরে একটি কোচিং সেন্টারে ভর্তি হয়েছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিনয়ের পাশাপাশি ব্যবসা শুরু করলেন মেহজাবীন চৌধুরী

শ্রোতা-দর্শকের আগ্রহ বাড়ছে বেলী আফরোজের নতুন গানে

নাটোরের লালপুরে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ

নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে নারীর পা বিচ্ছিন্ন

বগুড়ার শাজাহানপুরে আল আমিন হত্যা মামলার আসামির বাড়িতে যৌথ অভিযান

জুলাই গণঅভ্যুত্থান ছিল জনতার ক্ষোভের বিস্ফোরণ : রাষ্ট্রপতি