ভিডিও শুক্রবার, ০৯ মে ২০২৫

বগুড়ার ধুনটে শিক্ষিকাকে শ্লীলতাহানির চেষ্টা মামলায় আ’লীগে নেতা গ্রেফতার

বগুড়ার ধুনটে শিক্ষিকাকে শ্লীলতাহানির চেষ্টা মামলায় আ’লীগে নেতা গ্রেফতার

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলায় বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে শিক্ষিকাকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে করা মামলায় নুরুল ইসলাম (৪৮) নামে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। আজ রোববার (১৬ মার্চ) দুপুরের দিকে উপজেলা সদরের বেলকুচি এলাকায় ভুক্তভোগী ওই স্কুল শিক্ষিকার বাড়ির পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়। নুরুল ইসলাম উপজেলা সদরের বেলকুচি গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। সে ধুনট সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য।

মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই নারী স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চাকরি করেন। বাড়ি থেকে বিদ্যালয়ে যাতায়াতের পথে ওই শিক্ষিকাকে দীর্ঘদিন ধরে গালিগালাজসহ কুরুচিপূর্ণ ইঙ্গিত করে আসছিল নুরুল ইসলাম।

এ অবস্থায় ৫ মার্চ বিকেল পৌণে ৪টার দিকে নুরুল ইসলামের বাড়ির সামনের রাস্তা দিয়ে যাওয়ার পথে শিক্ষিকাকে অশ্লীল অঙ্গভঙ্গি করাসহ কুরুচিপূর্ণ উক্তি করতে থাকে। এসময় নুরুল ইসলামের অশ্লীল অঙ্গভঙ্গির আংশিক দৃশ্য নিজের মুঠোফোনে ভিডিও ধারণ করেন স্কুল শিক্ষিকা। এতে নুরুল ইসলাম ওই শিক্ষিকার ওপর ক্ষুব্ধ হয়ে ওঠে।

আরও পড়ুন

এক পর্যায়ে ওই দিন রাত সোয়া ১০টায় স্থানীয় প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন দোকান থেকে ওষুধ কিনে বাড়ি ফেরার পথে শিক্ষিকাকে শ্লীলতাহানির চেষ্টা চালায় নুরুল ইসলাম। এসময় শিক্ষিকার চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌঁছলে নুরুল ইসলাম কৌশলে সটকে পড়ে। এ ঘটনায় ১০ মার্চ রাতে ভুক্তভোগী ওই শিক্ষিকা বাদি হয়ে নুরুল ইসলামের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, স্কুল শিক্ষিকাকে শ্লীলতাহানির চেষ্টা মামলার একমাত্র আসামি নুরুল ইসলামকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁর বদলগাছীতে ব্রিজের নিচে ফেলে যাওয়া মাংস দেখতে উৎসুক জনতার ভিড়

পাবনার সাঁথিয়ায় বাঙ্গি চাষে সাফল্য দেখছেন কৃষকরা

জুলাইয়ের নতুন সংগঠন ‘আপ বাংলাদেশ’-এর আত্মপ্রকাশ

রাতে ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির পূর্বাভাস

চাঁপাইনবাবগঞ্জ শহরে আইনজীবীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

পাবনার সুজানগরে পদ্মা নদীতে কারেন্ট জাল দিয়ে মাছ শিকার