ভিডিও শুক্রবার, ০৯ মে ২০২৫

বগুড়ার শেরপুরে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার তিনজন গ্রেফতার

বগুড়ার শেরপুরে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার তিনজন গ্রেফতার, প্রতীকী ছবি

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে র‌্যাব কর্তৃক কষ্টি পাথরের একটি মূর্তি উদ্ধার করা হয়েছে। আজ বৃহষ্পতিবার বিকেল ৪টায় উপজেলার শাহ-বন্দেগী ইউনিয়নের রাজবাড়ী এলাকার চন্ডিপুকুর নামে একটি পুকুর পাড় থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। এসময় মূর্তি বিক্রির চেষ্টার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো-উপজেলার রাজবাড়ী গ্রামের মৃত কিরামের ছেলে ফরিদ (৩৫), রইচের ছেলে বুলবুল (৪০) ও ছালেমের ছেলে নাছিম (৩২)।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত বৃহষ্পতিবার খোট্টাপাড়ার বেলাল নামক পুকুরে শরিফ নামের একটি ছেলে খেলার সময় মূর্তিটি পায়। পরবর্তিতে শরিফের পরিবারের লোকজন মূর্তিটি গোপন করার চেষ্টা করে। এসময় ফরিদ, বুলবুল ও নাছিম মূর্তিটি বিক্রি করে দেয়ার কথা বলে নিজেদের হেফাজতে নেয়। বিষয়টি জানাজানি হলে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। পরবর্তিতে র‌্যাব-১২ বগুড়া খবর পেয়ে অভিযান চালিয়ে রাজবাড়ীর চন্ডিপুকুর পাড় থেকে পরিত্যাক্ত অবস্থায় কষ্টি পাথরের মূর্তিটি উদ্ধার করে এবং বিক্রির চেষ্টার অভিযোগে তিনজনকে গ্রেফতার করে।

এ বিষয়ে শাহ-বন্দেগী ইউপি চেয়ারম্যান কাজী মাওলানা আবুল কালাম আজাদ বলেন, র‌্যাব-১২ বগুড়া মূর্তিটি উদ্ধার করে নিয়ে গেছেন। আমরা ধারনা করছি এটি কষ্টি পাথরের মূর্তি, তবে পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে আসলে কষ্টি পাথরের কিনা। তিনি আরো বলেন, সরকারি সম্পদ যে কেউ পেলে সেটি রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়া উচিত।

আরও পড়ুন

এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, লোকমুখে শুনেছি র‌্যাব একটি মুর্তি উদ্ধার করেছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধবিমান ভূপাতিত করার পাকিস্তানি দাবির বিষয়ে চুপ ভারত

চার ঘণ্টায়ও প্রধান উপদেষ্টার সাড়া পাননি আন্দোলনকারীরা

খেলার জার্সি পরে যমুনার সামনে রমনার ডিসি

পঞ্চগড়ে ছিলাম, যমুনার উদ্দেশ্যে রওনা হয়েছি: সারজিস

নতুন পোপ হলেন রবার্ট প্রেভোস্ট

যমুনার সামনে পুলিশের সতর্ক অবস্থান