ভিডিও শুক্রবার, ০৯ মে ২০২৫

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের ৪ শতাধিক ঘরে আগুন, নিহত ২

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের ৪ শতাধিক ঘরে আগুন, নিহত ২, ছবি: সংগৃহীত

মফস্বলডেস্ক: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এক শিশু ও বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ৪ জন আহত হয়েছেন।

আগুন লাগার কয়েক ঘণ্টা পর তা নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের চার ইউনিট। ইতোমধ্যে ৪ শতাধিক ঘরবাড়ি পুড়ে গেছে।মঙ্গলবার দুপুর ১২টার দিকে লম্বাশিয়া ক্যাম্প সি ব্লকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন উখিয়া থানার ইনচার্জ (ওসি) মো. আরিফ হোসাইন। 
তিনি বলেন, ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় কয়েকশ ঘরবাড়ি পুড়ে গেছে। এখন আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় পুলিশ এক রোহিঙ্গা শিশু ও বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় আর কয়েকজন আহত হয়েছেন।রোহিঙ্গারা জানান, দুপুরে উখিয়ার লম্বাশিয়া ১-ওয়েস্ট রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকের একটি বসত ঘরে হঠাৎ আগুন লেগে যায়। এরপর আগুন ক্যাম্পটির আশপাশের বসত ঘরসহ অন্যান্য স্থাপনায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে উখিয়া ফায়ার সার্ভিস স্টেশন থেকে তিনটি ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালায়। পরে সেখানে যায় কক্সবাজার ও টেকনাফ ফায়ার সার্ভিস স্টেশনের আরও তিনটি ইউনিট।

আরও পড়ুন

ক্যাম্পে লাগা আগুনে ৪-৫'শ ঘরবাড়ি পুড়ে গেছে বলে জানিয়েছেন আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের চেয়ারম্যান ডা. মোহাম্মদ জোবায়ের। তিনি বলেন, আগুনে পুড়ে এক শিশু ও এক বৃদ্ধ মারা গেছে। আরো চার জন আহত হয়েছেন। আগুন নিয়ন্ত্রণে এসেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁর বদলগাছীতে ব্রিজের নিচে ফেলে যাওয়া মাংস দেখতে উৎসুক জনতার ভিড়

পাবনার সাঁথিয়ায় বাঙ্গি চাষে সাফল্য দেখছেন কৃষকরা

জুলাইয়ের নতুন সংগঠন ‘আপ বাংলাদেশ’-এর আত্মপ্রকাশ

রাতে ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির পূর্বাভাস

চাঁপাইনবাবগঞ্জ শহরে আইনজীবীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

পাবনার সুজানগরে পদ্মা নদীতে কারেন্ট জাল দিয়ে মাছ শিকার