ভিডিও শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

সিরাজগঞ্জের রায়গঞ্জে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

সিরাজগঞ্জের রায়গঞ্জে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের রায়গঞ্জে ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ মামলার আসামি মোহাম্মদ আলীকে সিরাজগঞ্জের ডিবি পুলিশ গ্রেফতার করেছে। আজ শুক্রবার (১৪ মার্চ) দুপুরে পাবনার বেড়া পৌরসভার শাহাপাড়া গ্রামে তার মামার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সে রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের নাড়ুয়া গ্রামের আব্দুল আলীমের ছেলে।

এর আগে রোববার সকালে নাড়ুয়া গ্রামে শিশু যত্নকেন্দ্র নামের একটি প্রতিষ্ঠানে পড়ানোর জন্য দুই ভাইবোনকে রাখতে যায় নির্যাতিত শিশুটি। এ সময় ওই প্রতিষ্ঠানের শিক্ষিকার ছেলে মোহাম্মদ আলীর হাতে ধর্ষণের শিকার হয় শিশুটি। নির্যাতিত শিশুটি ক্রমেই অসুস্থ হয়ে পড়লে গত বৃহস্পতিবার দুপুরে তাকে সিরাজগঞ্জ শহিদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই থানায় মামলা দায়ের হয়েছে।

আরও পড়ুন

এবিষয়ে রায়গঞ্জ থানার ওসি মো. আসাদুজ্জামান বলেন, নির্যাতিত শিশুটি নিজ গ্রামে শিশুযত্ন কেন্দ্র নামক স্কুলে যায়। ওই স্কুল শিক্ষিকার ছেলে মোহাম্মদ আলী তাকে নিজ ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় শিশুটির বাবা থানায় অভিযোগ দিলে মামলা হিসেবে নেওয়া হয়েছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জ চলনবিলের হাট-বাজারে মাছ ধরার ফাঁদ চাই বিক্রির ধুম পড়েছে

বগুড়ার শিবগঞ্জে ২১৮ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

স্বৈরাচার প্রতিরোধ দিবসে ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল

নওগাঁর মান্দায় বিকাশ ব্যবসায়ীর ওপর হামলা সাড়ে ৬ লাখ টাকা ছিনতাই

উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে বিএনপি’র মৌন মিছিল কর্মসূচি পালন

গণঅভ্যুত্থান স্মরণে হাতিরঝিলে ড্রোন শো