ভিডিও বুধবার, ১৩ আগস্ট ২০২৫

লালমনিরহাটে গুজব ছড়িয়ে দুই বাড়ি ভাঙচুর আটক ৪

লালমনিরহাটে গুজব ছড়িয়ে দুই বাড়ি ভাঙচুর আটক ৪

লালমনিরহাট প্রতিনিধি : প্রতিপক্ষের আঘাতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন যুবকের মৃত্যুর গুজব ছড়িয়ে দুই বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে চার যুবককে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত ১০ টায় লালমনিরহাট জেল রোডের তেলিপাড়া নামক এলাকায় এ ঘটনা ঘটে।

এদিন জুম্মার নামাজ শেষে হাসাহাসিকে কেন্দ্র করে স্থানীয় আব্দুস ছালামের ছেলে জিসান ও শফিকুলের ছেলে সজিবের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতি হয়। এসময় জিসানকে মারধর করে মোবাইল ফোন ছিনিয়ে নেয় সজিব। প্রতিবাদ করতে গেলে জিসানের বাবাকেও মারধর করা হয়। পরে সন্ধ্যায় মোবাইল ফেরত দেয়ার কথা বলে ডেকে নেয়। এসময় আবারও জিসান ও তার ভাই রোহানকে মারধর করা হয়।

পরে গুরুতর আহত জিসানকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। এরপর রাত দশটার দিকে জিসানের মৃত্যু হয়েছে এমন গুজব ছড়িয়ে পড়ে একালায়। পরে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে সজিবের বাড়িসহ দুটি বাড়ি ভাঙচুর শুরু করে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় ঘটনাস্থল থেকে জিয়া, শাহিন, সজিব, সবুজ নামে চার যুবককে আটক করে পুলিশ।

আরও পড়ুন

আহত রোহানের মা বিলকিছ বেগম জানান, আমার ছেলে ও স্বামীকে একা পেয়ে শফিকুলের ছেলেরা মারধর করেছে। আমার ছেলে হাসপাতালে মারা গেছে এমন গুজব ছড়িয়ে পড়লে উত্তেজিত জনগণ তাদের বাড়িঘরে হামলা করে।

এ ব্যাপারে লালমনিরহাট সদর থানার ওসি মোহাম্মদ নুরুন্নবী বলেন, হাসাহাসির মতো একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারি হয়। একজন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে ভর্তি আছেন। নিহতের ঘটনাটি গুজব। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। তবে মারামারির ঘটনায় চার জনকে আটক করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার কেন্দ্র পরিবর্তন

সাবেক তিন গভর্নর ও ৬ ডেপুটি গভর্নরের ব্যাংক হিসাব তলব

অভাব অসুস্থতা আর ঋণে জর্জরিত হয়ে মা-মেয়ের আত্মহত্যা

রংপুরের কাউনিয়ায় বিষপানে যুবকের আত্মহত্যা

সারাদেশে বিশেষ অভিযানে গ্রেফতার ১৮৫৮

নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্স খাদে পড়ে একজন নিহত