বগুড়ার তালোড়া ও চামরুল ইউপি ভবন নির্মাণে ৭ কোটি ৬৪ লাখ টাকা একনেকে অনুমোদন

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা তালোড়া ও চামরুল ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণের জন্য প্রায় ৭ কোটি ৬৪ লাখ টাকা একনেক’র সভায় অনুমোদন হয়েছে। গত ২৫ ফেব্রুয়ারি ঢাকা আগারগাঁও শেরেবাংলা নগর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণের (৩য় পর্যায়) প্রকল্প পরিচালক রফিকুল ইসলাম সইকৃত পত্রে বিষয়টি নিশ্চিত করেছেন। সেই সাথে ভবন নির্মাণের প্রস্তাবিত জমির সয়েল টেস্ট ও টপোগ্রাফিক সার্ভে রিপোর্ট উক্ত দপ্তরে প্রেরণের জন্য বলা হয়েছে।
উপজেলার ৬টি ইউনিয়নের মধ্যে গুরুত্বপূর্ণ ইউনিয়নটি হলো তালোড়া ইউনিয়ন পরিষদ। বন্দর নগর তালোড়া ইউনিয়নের আংশিক এলাকা নিয়ে তালোড়া পৌরসভা গঠন হওয়ার পর প্রাথমিকভাবে তালোড়া পৌরসভা ও ইউনিয়ন পরিষদ কার্যক্রম একই ভবনে চলতে থাকে। এতে পৌরসভা ও ইউনিয়নের নাগরিক সুবিধা প্রদানে চরম বিঘ্ন ঘটতে থাকে।
তালোড়া ইউপি চেয়ারম্যান মেহেরুল ইসলাম জানান, তালোড়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণের জন্য দেবখন্ড মৌজায় প্রায় ৩০ শতক জায়গা দান করা হয়। ওই জায়গার ওপর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণের জন্য আবেদন করেন তিনি। ২০২০ সালের ১৯ জুলাই স্থানীয় সরকার বিভাগ ইউপি-১ অধিশাখার উপ-সচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী সইকৃত একটি পত্রে তালোড়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণের স্থান নির্বাচনের প্রশাসনিক অনুমোদন সংক্রান্ত পত্র প্রেরণ করেন।
দীর্ঘ প্রায় চার বছর পর ওই জায়গায় ভবন নির্মাণের জন্য প্রায় ৩ কোটি ৮২ লাখ টাকা একনেক সভায় অনুমোদন হয়েছে। অপরদিকে চামরুল ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, ১৯৮৫ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর থেকে একটি হলরুমসহ তিন কক্ষবিশিষ্ট একটি পাকা ভবন নির্মিত হয়। মাটির ভবনটি পাকা ভবনে স্থানান্তরিত হওয়ার পর পরিষদের কার্যক্রমের গতিশীলতা ফিরে আসে।
আরও পড়ুনপরিষদ ভবনটি দীর্ঘ দিন সংস্কার না করায় বিভিন্ন স্থানের পলেস্তার উঠে গেছে। সামান্য বৃষ্টি হলেই ছাদ দিয়ে পানি পড়ে। এতে পরিষদের মূল্যবান কাগজপত্রসহ আসবাবপত্র ভিজে নষ্ট হয়ে যাচ্ছে। ইউনিয়ন পরিষদের তহবিল থেকে বিভিন্ন সময় অস্থায়ীভাবে মেরামত করে জরাজীর্ণ ওই ভবনে ঝুঁকি নিয়েই পরিষদের কার্যক্রম চলছে।
চামরুল ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী জানান, ২০১৯ সালের ৬ অক্টোবর স্থানীয় সরকার বিভাগ ইউপি-১ শাখার উপ-সচিব ইফতেখার আহমেদ চৌধুরী সইকৃত পত্রে চামরুল ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণের স্থান নির্বাচনের প্রশাসনিক অনুমোদন সংক্রান্ত পত্র প্রেরণ করেন। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পত্রটির অনুলিপি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীসহ বিভিন্ন দপ্তরে প্রেরণ করেন। দীর্ঘ প্রায় ছয় বছর পর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণের জন্য প্রায় ৩ কোটি ৮২ লাখ টাকা একনেক সভায় অনুমোদন লাভ করেছে।
দীর্ঘদিন পর ভবন দু’টি নির্মাণের জন্য একনেক সভায় প্রায় ৭ কোটি ৬৪ লাখ টাকা অনুমোদন লাভ করায় ভবন নির্মাণ কাজ আলোর মুখ দেখেছে। ভবন দুটি নির্মাণে ইউনিয়ন পরিষদের কার্যক্রম যেমন গতিশীল হবে তেমনি নাগরিক সুবিধাও বৃদ্ধি পাবে।
মন্তব্য করুন