ভিডিও রবিবার, ০৪ মে ২০২৫

রাজবাড়ীতে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ১ 

রাজবাড়ীতে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ১ 

নিউজ ডেস্ক:  রাজবাড়ীর বালিয়াকান্দিতে জামালপুর ইউনিয়নের ছাবনিপাড়া গ্রামে নানা বাড়িতে বেড়াতে গিয়ে ৮ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

শুক্রবার (৭ মার্চ) দিবাগত রাত ১টার দিকে বালিয়াকান্দি থানায় এ নিয়ে একটি মামলা করেন ভুক্তভোগী শিশুর নানী। 

মামলা দায়েরের পর আসামি জহুর মোল্লাকে (৬০) গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। জহুর মোল্লা বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের ছাবনিপাড়া গ্রামের মৃত জলিল মোল্লার ছেলে।

মামলার বাদী জানান, তার নাতনি যশোরে একটি মহিলা মাদ্রাসায় প্রথম শ্রেণিতে পড়ে। সে পরিবারের সঙ্গে যশোরেই থাকে। সেখান থেকে গত ২৭ ফেব্রুয়ারি জামালপুর ইউনিয়নের ছাবনিপাড়া গ্রামে নানা বাড়ি বেড়াতে আসে।

আরও পড়ুন


তিনি আরও জানান, গত বৃহস্পতিবার সকাল ১১টার দিকে তার নাতনি বাড়ির পাশে খেলতে যায়। সেখান থেকে প্রতিবেশী জহুর মোল্লা তার নাতনিকে জোর করে কাঁধে তুলে পাশের একটি মাঠের মধ্যে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা চালায়।


বালিয়াকান্দি থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন জানান, মামলা দায়েরের পরপরই রাতেই আসামি জহুর মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের জন্য চিকিৎসা ভিসা প্রক্রিয়া সহজ করল চীন

জিও ব্যাগ ফেলতে গিয়ে পা পিছলে নদীতে পড়ে নিখোজ শ্রমিকের মৃত্যু

যশোরে সিএনজি-ট্রলির সংঘর্ষে নিহত ১

টি-২০ দলের নতুন অধিনায়ক লিটন, ডেপুটি মেহেদী

চট্টগ্রামে ডাবল মার্ডারের প্রধান আসামি বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার

আসল ডিবির হাতে ধরা পড়ল ২ ভুয়া ডিবি পুলিশ