ভিডিও বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

বিগত শাসনামলে পুলিশ অনেক বিতর্কিত হয়েছে, সেখান থেকে ফিরে আসতে চাই : নাটোর পুলিশ সুপার

বিগত শাসনামলে পুলিশ অনেক বিতর্কিত হয়েছে, সেখান থেকে ফিরে আসতে চাই : নাটোর পুলিশ সুপার। ছবি : দৈনিক করতোয়া

নাটোর প্রতিনিধি : নাটোরের নবাগত পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তারিকুল ইসলাম বলেছেন, বিগত শাসনামলে পুলিশ অনেক বিতর্কিত হয়েছে। সেখান থেকে ফিরে আসতে চাই। রাষ্ট্র আইনশৃঙ্খলা রক্ষায় যে দায়িত্ব দিয়েছে তা যথাযথভাবে পালন করতে চাই। আর কোন সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টি হতে দেওয়া হবে না। সন্ত্রাসী ও অস্ত্রধারীদের অবিলম্বে গ্রেফতার করা হবে।

গতকাল সোমবার দিনগত রাতে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে নাটোর জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. ইফতেখার, সহকারী পুলিশ সুপার(এএসপি- শিক্ষানবিশ) মো. রুহুল আমিন, নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মাহবুর রহমান, জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ইনচার্জ ইন্সপেক্টর হাসিবুল্লাহ হাসিব ও ডিআইও-১, মো. মশিউর রহমান।

পুলিশ সুপার বলেন, পুলিশের দায়িত্ব হচ্ছে দেশের জনগোষ্ঠীকে সাহায্য করা এবং আইনি সহায়তা দেওয়া, মানুষের প্রয়োজনে আইন প্রয়োগ করা। এগুলো যদি সঠিকভাবে করতে পারি, অবশ্যই দেশের জনগণ আমাদের মেনে নেবে। পাশাপাশি বিগত শাসনামলে যেভাবে পুলিশের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে, তা রক্ষা পাবে। আমরা সাধারণ জনগণের সাথে মিলেমিশে কাজ করতে চাই।

আরও পড়ুন

তিনি আরও বলেন, আসন্ন দুর্গাপূজায় যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য পুলিশ সতর্ক থাকবে। দুর্গাপূজা যেন উৎসবমূখর হয় এবং হিন্দু সম্প্রদায়ের লোকজন যাতে উৎসাহ, উদ্দীপনা ও আনন্দ সহকারে পূজা উদযাপন করতে পারে তার জন্য জেলা পুলিশ সকল প্রকার সহযোগিতা প্রদান করবে। এজন্য সাংবাদিকদেরও সহযোগিতা প্রয়োজন।

সভায় আরও বক্তব্য রাখেন- নাটোর প্রেস ক্লাবের সভাপতি ফারাজি আহম্মেদ রফিক বাবন, ইউনাইটেড প্রেস ক্লাবের সভাপতি নাসিম উদ্দিন নাসিম, নাটোর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও যমুনা টেলিভিশনের সিনিয়র স্টাফ রিপোর্টার নাজমুল হাসান, ইউনিক প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও ৭১ টিভির নাটোর প্রতিনিধি বুলবুল আহমেদ, ইউনাইটেড প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কামাল হোসেন প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ কেন্দ্রের ফলাফলে বিপুল ভোটে এগিয়ে সাদিক কায়েম

সুফিয়া কামাল হলে সাদিক কায়েম ১২৭০, উমামা ৫৪৭

অমর একুশে হলে সাদিক কায়েম পেয়েছেন ৬৪৪ ভোট, আবিদ ১৪১

উৎসবমুখর পরিবেশে ডাকসুর ভোটগ্রহণ শেষে চলছে গণনা, ফল ঘোষণায় বিলম্ব

আজানের মতো ইকামতেরও কি জবাব দিতে হয়?

ডাকসু নির্বাচনের ফল ঘোষণার অপেক্ষায় সিনেট হলে উপচেপড়া ভিড়