ভিডিও শুক্রবার, ০২ মে ২০২৫

নওগাঁর ধামইরহাটে নেশার টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা

নওগাঁর ধামইরহাটে নেশার টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা। প্রতীকী ছবি

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে মায়ের কাছে মাদক সেবনের জন্য টাকা না পেয়ে রাজু হোসেন (২৫) নামে এক যুবক ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার আলমপুর ইউনিয়নের দক্ষিণ শিববাটী গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত রাজু হোসেন ওই গ্রামের মো. এরশাদ হোসেনের বড় ছেলে। খরব পেয়ে সন্ধ্যায় ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, নিহত রাজু হোসেন তিনটি বিয়ে করেছিলো এবং মাদকসেবনে জড়িত থাকায় তিনজনের সাথে বিয়ে বিচ্ছেদ ঘটে। প্রায় সময় মাদক সেবনের টাকার জন্য পরিবারের মাঝে বিবাদ তৈরি হতো। মাদক সেবনের টাকা না পেলে বাবা-মাসহ পরিবারের লোকজনের সাথে খারাপ আচরণ করতো। ঘটনার দিন দুপুরে রাজু হোসেন তার মায়ের কাছে মাদক সেবনের জন্য টাকা চেয়ে না পাওয়ায় খারাপ আচরণ করে বাড়ি থেকে বের হয়ে যায়।

আরও পড়ুন

ওইদিন বিকেলে শংকরপুর মৌজার মাঠের মধ্যে একটি বাগানে জামগাছে দড়ি বেঁধে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পরে পরিবারের পক্ষ থেকে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেন। ছেলের আত্মহত্যার পেছনে কোন অভিযোগ নেই বলে নিশ্চিত করেন নিহতের বাবা এরশাদ হোসেন। ধামইরহাট থানার ওসি মো. রাইসুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় রাতে একটি অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিআই পণ্যের স্বীকৃতি পেল বরিশালের আমড়া

আমরা ১৭ বছর গাছের গোড়ায় পানি ঢেলেছি, এখন ফল খাচ্ছেন আপনারা : মির্জা আব্বাস

নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার

নেত্রকোনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

ভারতের বিরুদ্ধে বিক্ষোভে নামল পাকিস্তানের হিন্দু সম্প্রদায়

শ্রমিকদলের আয়োজিত সমাবেশে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের অংশগ্রহণ