বগুড়ার আদমদীঘিতে ট্যাপেন্টাডলসহ মাদক বিক্রেতা গ্রেফতার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে ১০ পিস ট্যাবলেটসহ রাসেল আহমেদ (২৫) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ৮টায় আদমদীঘি রহিম উদ্দীন ডিগ্রী কলেজের পূর্ব পাশে ব্রিজের উপড় থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রাসেল আহমেদ আদমদীঘি উপজেলার মন্ডবপুর গ্রামের মোজাফ্ফর হোসেনের ছেলে। আদমীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত রাসেল আহমেদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে আজ শুক্রবার (৭ মার্চ) তাকে আদালতে পাঠানো হয়েছে।
আরও পড়ুনমন্তব্য করুন