বগুড়ার সারিয়াকান্দিতে অবৈধভাবে বালু উত্তোলন করায় একজনের লাখ টাকা জরিমানা

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : সারিয়াকান্দিতে যৌথবাহিনীর অভিযানে অবৈধভাবে বালু উত্তোলন করায় রায়হান মিয়া (২৮) নামে একজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতে তার কাছ থেকে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। রায়হান গাইবান্ধা সদরের রেলগেট এলাকার সুরুতজ্জামানের ছেলে।
প্রশাসন সূত্রে জানা গেছে, স্থানীয়দের সুনির্দিষ্ট সংবাদের ভিত্তিতে গত বুধবার বিকেলে উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের জোরগাছা ব্রিজের কাছে সেনাবাহিনীর সারিয়াকান্দির ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মানসুর রহমানের নেতৃত্বে যৌথবাহিনী অভিযান পরিচালনা করে।
অভিযানে ব্রিজের কাছে বাঙালি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় এস্কেভেটর চালক রায়হানকে আটক করা হয়। পরে সেখান থেকে এস্কেবেটরের ২ টি ব্যাটারি এবং চাবি জব্দ করে সারিয়াকান্দি থানায় সোপর্দ করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার রহমান তার কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে রায়হানের কাছ থেকে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
আরও পড়ুনসারিয়াকান্দি উপজেলা নির্বাহি কর্মকর্তা শাহরিয়ার রহমান জানান, উপজেলার যেখানেই অবৈধভাবে বালু উত্তোলন করা হবে সেখানেই অভিযান পরিচালনা করা হবে।
মন্তব্য করুন