ভিডিও মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

২০ হাজার টাকা জরিমানা

বগুড়া সদর ও শিবগঞ্জের দুটি ইটভাটা ভেঙ্গে ফেলা হয়েছে

বগুড়া সদর ও শিবগঞ্জের দুটি ইটভাটা ভেঙ্গে ফেলা হয়েছে

স্টাফ রিপোর্টার: হাইকোর্টের নির্দেশনা অনুসারে বগুড়া জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে বগুড়া সদরের সাবগ্রাম দক্ষিণ পাড়ার একটি এবং  শিবগঞ্জ উপজেলায় অবস্থিত অপর একটি অবৈধ ইট ভাটায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ভেঙ্গে ফেলা হয়েছে।  

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, সাবগ্রাম দক্ষিণপাড়াস্থ মেসার্স সারিয়াকান্দি ব্রিকস এবং শিবগঞ্জের এ এস বি নামক অবৈধ ইটভাটা ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়েছে একই সাথে ইটভাটা দুটিকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৯ অনুযায়ী  ১০ হাজার টাকা করে মোট ২০,হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।  অভিযান দুটি পরিচালনা করেন, জেলা প্রশাসনের নির্বাহী  ম্যাজিস্ট্রেট নাহিয়ান মুনসীফ ও মোঃ আব্দুল্লাহ আল মামুন। প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর বগুড়া জেলার সহকারী পরিচালক মাহথীর বিন মোহাম্মদ। এছাড়া উক্ত অভিযান দুটিতে বাংলাদেশ সেনাবাহিনীর বগুড়া সদর ক্যাম্পের সদস্যবৃন্দ, বগুড়া জেলা পুলিশ, ফায়ার সার্ভিস, বগুড়া সার্বিক সহযোগিতা প্রদান করেন।

আরও পড়ুন

অভিযানে পরিবেশ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মো: সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। মোবাইল কোর্ট পরিচালনা কালে ইটভাটা মালিককে অবৈধ ইটভাটা বন্ধের, পোড়া ইটের পরিবর্তে পরিবেশ বান্ধব ব্লক ইট অথবা ফ্লাই অ্যাশ, লাইম ও জিপসামের তৈরি ইট তৈরীতে নির্দেশনা প্রদান করা হয়। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক যোগে ঢাবির ১২ নেতাকে অব্যহতি দিলো ছাত্রদল 

মস্তিষ্কে রক্তক্ষরণে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু 

মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরতে বললেন প্রধান উপদেষ্টা

নেত্রকোনায় অটোরিকশার চার্জার খুলতে গিয়ে প্রাণ গেল চালকের

স্বর্ণের দাম কমলো ভরিতে ১৫৭৫ টাকা

বগুড়ার গাবতলীতে স্বামী-স্ত্রীসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার