ভিডিও বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

বাহারি ফুলের সুগন্ধে মুখরিত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

বাহারি ফুলের সুগন্ধে মুখরিত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

রংপুর জেলা প্রতিনিধি : বাহারি রঙের নতুন ফুলে সেজেছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ক্যাম্পাস। মৃদু বাতাসে বাহারি ফুলের মিষ্টি গন্ধ, ফুলের সুবাস মাতিয়ে তোলে শিক্ষক-শিক্ষার্থী ও দর্শনার্থীদের মনপ্রাণ। ক্যাম্পাসের বাইরে থেকে প্রতিদিন দর্শনার্থীরা ফুলের সৌন্দর্য উপভোগ করতে ছুটে আসেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে গড়ে তোলা হয়েছে বিভিন্ন ধরনের ফুলের বাগান।

বিশেষ করে প্রশাসনিক ভবনের উভয় পাশ, কৃষ্ণচূড়া সড়ক, বিশ্ববিদ্যালয়ের শহিদ আবু সাঈদ গেইট সংলগ্ন  দেবদারু সড়ক, আবাসিক হলের পাশে ক্যাম্পাসের প্রায় প্রতিটি স্থানে ফুলের বাগান করা হচ্ছে। পুরো অংশ জুড়ে হলুদ, লাল, গোলাপী আর সবুজের সমারোহ ভালোলাগা সৃষ্টি করছে প্রকৃতি প্রেমীদের হৃদয়ে। ক্যাম্পাসে শোভা পাচ্ছে গাঁদা, জাম্বু গাঁদা, ক্যালেন্ডুলা, পিটুনিয়া, ভাররবিনা, দেশি সিলভিয়া, হাইব্রিড গোলাপ, চন্দ্রমল্লিকা, ড্যামথাস, ডালিয়া, গোলাপ, মোরগ ঝুঁটি, সূর্যমুখীসহ নানা প্রজাতির ফুল।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজিজ বলেন, ফুল বাগান আমাদের পরিবেশে সৌন্দর্য এবং শান্তির অনুভূতি এনে দেয়। ফুলগাছ আমাদের প্রাকৃতিক সৌন্দর্যের একটি অবিচ্ছেদ্য অংশ, যা আমাদের মনকে প্রশান্তি প্রদান করে। ফুলের গন্ধ এবং রঙের মেলবন্ধন আমাদের দৈনন্দিন জীবনের ব্যস্ততা থেকে কিছুটা সময়ের জন্য মুক্তি দেয়। আমরা ক্লাস শেষে যখন বিরক্ত বোধ করি তখন ক্যাম্পাসের  ফুলগুলো দেখে আমাদের ভালো লাগে।

আরও পড়ুন

বেরোবি বহিরঙ্গনের পরিচালক ড. মো. ফেরদৌস রহমান বলেন, উপাচার্য স্যারের পরামর্শক্রমে বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে আরও শিক্ষার্থীবান্ধব, দৃষ্টিনন্দন, পড়ালেখার পরিবেশ উপযোগী এবং মনোরম পরিবেশ সৃষ্টির লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় ফুল বাগান করার উদ্যোগ নিয়েছি। আমরা ২০ প্রজাতির ফুল গাছ লাগানোর উদ্যাগ নিয়েছিলাম বেশ কিছু প্রজাতির ফুল গাছ লাগিয়েছি। পরবর্তীতে বাকি প্রজাতির ফুল গাছগুলো পর্যাক্রমে লাগানো হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন দিন: মির্জা ফখরুল

সুষ্পষ্টভাবে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার আহ্বান তারেক রহমানের

লোকে লোকারণ্য নয়াপল্টন, চলছে শ্রমিকদলের সমাবেশ

কুষ্টিয়ায় পল্লী বিদ্যুতের সাব-স্টেশন থেকে য়ুবকের মরদেহ উদ্ধার

 নারায়ণগঞ্জে ডাইং কারখানায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ৩

অর্থ আত্মসাতের দায়ে নারী ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার