ভিডিও বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

বগুড়ার সোনাতলায় রেন্ট-এ কার ব্যবসায়ীর বাড়িতে চুরির মামলা নেয়নি পুলিশ

বগুড়ার সোনাতলায় রেন্ট-এ কার ব্যবসায়ীর বাড়িতে চুরির মামলা নেয়নি পুলিশ

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : সোনাতলায় রেন্ট-এ কার ব্যবসায়ীর বাড়িতে চুরির ঘটনায় গত ১০ দিনেও মামলা নেয়নি পুলিশ। পুলিশের বিরুদ্ধে নানা তালবাহানা ও হয়রানির অভিযোগ তুলেছে ওই ভুক্তভোগী রেন্ট-এ কার ব্যবসায়ী পরিবারের সদস্যরা।

অভিযোগ উঠেছে গত ৬ সেপ্টেম্বর সোনাতলা উপজেলার জোড়গাছা ইউনিয়নের গোসাইবাড়ী গ্রামের জনৈক আব্দুস সাত্তার (বাটু)’র ছেলে রেন্ট-এ কার ব্যবসায়ী সিদ্দিকুর রহমান সাগরের তিনতলা বাড়ির নিচতলার ডাইনিং রুমের গ্রিল কেটে সংঘবদ্ধ চোর ওই বাড়ির ভিতর প্রবেশ করে টাকা, স্বর্ণালংকার, মূল্যবান কাগজপত্র (দলিলপত্র) এবং আসবাবপত্র চুরি করে নিয়ে যায়। এমনকি সংঘবদ্ধ চোরের দল নিচতলা থেকে শুরু করে তিনতলা পর্যন্ত প্রতিটি শয়নকক্ষ, আলমেরী, ওয়ারড্রোব তছনছ করে।

এ বিষয়ে ওই বাড়ির মালিক রেন্ট-এ কার ব্যবসায়ী সিদ্দিকুর রহমান সাগর বলেন, ঘটনার পর পরই সোনাতলা থানার ওসির নেতৃত্বে একদল পুলিশ সদস্য ঘটনাস্থল তদন্ত করে আইনগত ব্যবস্থা (মামলা) রেকর্ড করার প্রতিশ্রুতি দিলেও গত ১০ দিনে ওই ঘটনার কোন মামলা নেয়নি পুলিশ। ভুক্তভোগী পরিবার জানান, প্রতিদিন তাদের থানায় যেতে বলে। থানায় যাওয়ার পর ঘণ্টার পর ঘণ্টা বসিয়ে রাখে। এরপর পুলিশ বলেন, মামলা আজ রাতেই হবে, আগামিকাল এসে মামলার কপি নিয়ে যাবেন।

আরও পড়ুন

এভাবেই কেটে গেছে গত ১০ দিন। ওই ব্যবসায়ী বলেন, সংঘবদ্ধ চোরের দল তার বাড়ি থেকে নগদ টাকা সহ প্রায় ১০/১২ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। এমনকি সিসি ক্যামেরার ফুটেজে চুরির দৃশ্য দেখা গেলেও পুলিশ তা আমলে নিচ্ছে না।

এবিষয়ে সোনাতলা থানার অফিসার ইনচার্জ রওশন কবীর বলেন, ঘটনার পর পর আমি সহ পুলিশ সদস্য ঘটনাস্থল পরিদর্শন করি। পরে বাড়ির মালিক তাৎক্ষণিক একটি অভিযোগ দাখিল করেন। মামলা এখনও রেকর্ড হয়নি। অল্প সময়ের মধ্যে মামলাটি রেকর্ড করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধার সাঘাটায় বালু ব্যবসায়ীর ৫ লাখ টাকা জরিমানা

নওগাঁয় গাঁজাসহ গ্রেফতার ৩

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন মামলায় যুবকের যাবজ্জীবন

আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদেরকে দায়িত্ব পালন করতে হবে : বিচারপতি শাহীন

জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত করার ক্ষমতা কারো নেই : ডা. এজেডএম জাহিদ হোসেন

বগুড়া-নওগাঁ মহাসড়কে দুপচাঁচিয়ায় উচ্ছেদকৃত জায়গায় বৃক্ষরোপণ