জয়পুরহাটের কালাইয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শ্রম বিভাগের কর্মকর্তা নিহত

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি : কালাইয়ে বালুবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে নাবিউল ইসলাম (৩৫) নামে শ্রম বিভাগের একজন কর্মকর্তা নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মোলামগাড়ীহাট বাজার এলাকার বগুড়া-বটতলী আঞ্চলিক সড়কে এ দুঘর্টনা ঘটে। নিহত নাবিউল ইসলাম উপজেলার চক-নয়াপাড়া গ্রামের আফাজ উদ্দিনের ছেলে। তিনি বগুড়া শ্রম বিভাগের কর্মকর্তা হিসেবে নিয়োজিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন।
প্রতিবেশী উজ্জল হোসেন বলেন, নাবিউল ইসলাম গত বৃহস্পতিবার বগুড়ায় অফিস করে সন্ধ্যায় বাড়ি আসেন। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে মোলামগাড়ী হাটে কেনাকাটার জন্য বের হন।
বাজারে প্রবেশের সময় বিপরীত দিক থেকে আসা আলুবোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে সড়কের উপর পড়লে ট্রাকের চাকা তার মাথার ওপর দিয়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ট্রাকসহ চালক ও তার সহকারী পালিয়ে যায়।
আরও পড়ুনকালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। ট্রাকসহ চাল ও তার সহকারী পালিয়ে গেছে।
মন্তব্য করুন