ভিডিও শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

নওগাঁর রাণীনগরে চাষিদের আশার আলো দেখাচ্ছে বারী জাতের সরিষা

নওগাঁর রাণীনগরে চাষিদের আশার আলো দেখাচ্ছে বারী জাতের সরিষা

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে প্রান্তিক পর্যায়ে চাষিরা বারী জাতের সরিষা চাষ করে আশার আলো দেখছে। ফলন ভালো আর দাম বেশি পাওয়ায় চলতি মৌসুমে বারী জাতের সরিষা চাষে প্রতি বিঘা জমিতে ১২ থেকে ১৪ মণ পর্যন্ত ফলন হচ্ছে। ইতোমধ্যে পুরোদমে গ্রামীণ জনপদে সরিষা মাড়াই চলছে। সরিষা বিক্রি করে ইরি-বোরো চাষের খরচ সহায়ক হবে এমনটাই বলছেন চাষিরা।

জানা গেছে, উপজেলার ৮টি ইউনিয়নে প্রান্তিক চাষিরা ধান চাষের পাশাপাশি চলতি মৌসুমে সরিষা চাষের দিকে দিন দিন ঝুঁকছে। এবছর রাণীনগরে প্রায় ৩ হাজার ৯শ’ হেক্টর জমিতে বারী জাতের সরিষার আবাদ হয়েছে। যা বিগত বছরের তুলনায় প্রায় অর্ধেকের বেশি। আবহাওয়া ভালো থাকার কারণে সঠিক সময়ে উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে বারী জাতের সরিষার বীজ রাসায়নিক সার বিতরণ করায় কিছুটা আগেই চাষিরা সরিষা বপণ করে।

চাষিদের নিবিড় পরিচর্যা আর রোগবালাই না হওয়ার কারণে ভালো ফলন পাচ্ছে চাষিরা। ইতোমধ্যে পুরোদমে সরিষা তোলা মাড়াই শুরু হয়েছে। বর্তমান বাজারে মান ভেদে প্রতি মণ সরিষা ৩ হাজার টাকা থেকে ৩ হাজার ৫শ’ টাকা পর্যন্ত বেচাকেনা হচ্ছে। উপজেলার কাশিমপুর ইউনিয়নের চক কুজাইল গ্রামের কৃষক শ্রী বীরেন সরকার জানান, আমি এই মৌসুমে দেড় বিঘা জমিতে সরিষার আবাদ করেছি। মাড়াই শেষে ভালো ফলন ও দাম দু’টোই ভালো পেয়েছি। আগামীতে আরো বেশি পরিমাণ জমিতে সরিষার আবাদ করার ইচ্ছে আছে।

আরও পড়ুন

 উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা শ্রী বিমল চন্দ্র রায় জানান, আমাদের উপজেলায় চলতি মৌসুমে আবহাওয়া ভালো থাকার কারণে প্রায় ৩ হাজার ৯শ’ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। এর মধ্যে বারী জাতের সরিষাতে চাষিরা বেশি লাভবান হচ্ছে।

সরিষা তুলে চাষিরা আবার একই জমিতে ইরি ধান কিংবা অন্যান্য ফসল ফলানোর জন্য কিছুটা আগেই চাষিরা জমি থেকে সরিষা তুলছে। খরচ কম এবং বাজারদর ভালো থাকায় দিন দিন চাষিরা সরিষা চাষের দিকে মনযোগ বাড়াচ্ছে। আমাদের অফিস থেকেও মাঠ পর্যায়ে চাষিদের সব ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিক্ষোভে উত্তাল ফ্রান্স

স্কুলে মোদির শৈশব নিয়ে নির্মিত চলচ্চিত্র দেখানোর নির্দেশ

আমার বিরুদ্ধে অবস্থান নেওয়া টিভি নেটওয়ার্কের লাইসেন্স বাতিল হতে পারে

সাতক্ষীরা সীমান্তে বিএসএফের হাতে আটক ৮ বাংলাদেশি

ফের যুক্তরাষ্ট্রের ভেটো, গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব বাতিল

দেশের সব বিভাগে টানা পাঁচ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস