ভিডিও রবিবার, ১৭ আগস্ট ২০২৫

লামায় অতিরিক্ত মদপানে যুবকের মৃত্যু

লামায় অতিরিক্ত মদপানে যুবকের মৃত্যু

নিউজ ডেস্ক: বান্দরবানের লামা উপজেলার মিরিঞ্জা এলাকার রয়েল হিল রিসোর্টে অতিরিক্ত মদপানে নুরুল আলম (৩৩) নামে এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে।

নিহত নুরুল আলম (৩৩) লামা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড লাইনঝিরি এলাকার মোহাম্মদ হারুনের ছেলে।

স্থানীয়রা জানান, রয়েল হিল রিসোর্টটিতে প্রায়ই মদ ও জুয়ার আসর বসানো হয়। সোমবার সন্ধ্যার পর কয়েকজন বন্ধু মিলে মদের আসর বসান নুরুল। সেখানে অতিরিক্ত মদপানের ফলে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে চিকিৎসার জন্য লামা হাসপাতালে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক লামা পৌর শ্রমিক দলের এক নেতা বলেন, অতিরিক্ত মদপানে অসুস্থ হয়ে পড়েন নুরুল আলম। কিন্তু সেখানে দীর্ঘ সময় রেখে দেওয়া হয় তাকে। আজ ভোরের দিকে প্রথমে লামা হাসপাতালে ভর্তি করানোর পর পার্শ্ববর্তী চকরিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। সঠিক সময়ে চিকিৎসা না পাওয়ায় তার মৃত্যু হয়েছে ধারণা করছেন তিনি।

আরও পড়ুন

তবে হোটেলটির মালিক মো. রাসেল বিষয়টি অস্বীকার করে বলেন, নুরুল আলম হোটেলে নয় বরং নিজের ঘরে অসুস্থ হয়েছেন।

লামা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সুলেমান আহম্মেদ জানান, ভোর ৫টা ২০ মিনিটে নুরুল আলম নামে এক যুবককে হাসপাতালে ভর্তি করান তার বন্ধুরা। তার শরীর থেকে মদের গন্ধ পান চিকিৎসক। তবে হাসপাতালে ভর্তির আগেই তার মৃত্যু হয়।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, হোটেলটির বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। তদন্ত সাপেক্ষে অইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা হঠাৎ অসুস্থ, জরুরি ঢাকায় প্রেরণ

উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

দৈনিক উত্তর কোণ‘র ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা ও কেক কর্তন

বাংলাদেশ ক্লাবের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

দিনাজপুরে শিশুদের সাঁতার প্রশিক্ষণ কর্মসূচি

সংস্কার বাস্তবায়নে ব্যর্থ রাজনৈতিক দলগুলো: ছাত্রশিবির সভাপতি