ভিডিও বুধবার, ০৭ মে ২০২৫

হিজবুত তাওহীদের কর্মীদের সাথে এলাকাবাসীর সংঘর্ষে আহত ১৫

হিজবুত তাওহীদের কর্মীদের সাথে এলাকাবাসীর সংঘর্ষে আহত ১৫

রংপুর প্রতিনিধি : রংপুরের পীরগাছা উপজেলায় হিজবুত তাওহীদের কর্মীদের সাথে এলাকাবাসীর সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। এসময় উত্তেজিত লোকজন সংগঠনটির সদস্যদের ৪টি বাড়িতে অগ্নিসংযোগ ও ৩টি বাড়িতে ভাঙচুর করেছে। আহতদের মধ্যে ৫ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার পারুল ইউনিয়নের নাগদাহ সিদাম এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় চারজনকে গ্রেফতার ও দু’জনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ, সেনাবাহিনী ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, ওই এলাকার জিল্লাল হোসেন, তসলিম উদ্দিন, মুসলিম উদ্দিন, আব্দুল কুদ্দুস শামীম, কালা মিয়া ও লাল চান মিয়া দীর্ঘদিন ধরে হিজবুত তাওহীদের কর্মকান্ড পরিচালনা করে আসছে। সংগঠনটির কর্মীরা নেতৃবৃন্দ আজ মঙ্গলবার সেখানে এক সমাবেশের আয়োজন করে। এ নিয়ে এলাকাবাসীর  সাথে তাদের মতবিরোধ দেখা দেয়।

আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে আব্দুল কুদ্দুস শামীমের বাড়িতে হিজবুত তাওহীদের কর্মিদের বৈঠকের বিষয়টি জানতে পেরে এলাকাবাসী সেখানে গিয়ে বাধা দিলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এসময় উত্তেজিত লোকজন হিজবুত তাওহীদের সদস্যদের ৪টি বাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং ৩টি বাড়ি ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হক সুমন ঘটনাস্থলে যায়। সংঘর্ষের সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে রংপুর থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন

পীরগাছা উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল হক সুমন জানান, আজ মঙ্গলবার হিজবুত তাওহীদের একটি সমাবেশ হওয়ার কথা ছিল। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এই নিয়ে উভয়ের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে।  পরিস্থিতি স্বভাবিক রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সি সার্কেল) আসিফা আফরোজ আদরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ স্থানীয়দের সহায়তায় চারজনকে আহত অবস্থায় গ্রেফতার এবং দু’জনকে হেফাজতে নিয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে ভারতের হামলা, মাঝপথে ফিরে গেল বাংলাদেশগামী দুই প্লেন

পাকিস্তানে ভারতের হামলাকে লজ্জাজনক বললেন ট্রাম্প

ভারতে পাকিস্তানের পাল্টা হামলা

ভারতের দুটি বিমান ভূপাতিত করেছে পাকিস্তান

ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানে শিশুসহ নিহত ৩

বগুড়ায় ডাকাতি হওয়া ৭ হাজার ৪শ’ লিটার পাম তেলসহ ট্রাক উদ্ধার