সিরাজগঞ্জের রায়গঞ্জে ধানক্ষেত থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের রায়গঞ্জে নিঝুড়ী গ্রামের করতোয়া স্কুলেপাশে তালতলা ব্রিজের নিচের ধান ক্ষেত থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে রায়গঞ্জ থানা পুলিশ। এলাকাবাসী ও পুলিশ জানায়, আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের নিঝুড়ী গ্রামের করতোয়া স্কুলের তালতলা ব্রিজের নিচে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখেন গ্রামবাসী।
পরে পুলিশ খবর দিলে রায়গঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে থানায় এনে পরিচয় নিশ্চিত করা লক্ষে কাজ করেন। কিন্তু লাশের পরিচয় এখন পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। তবে সন্ত্রাসীরা তাকে হত্যা করে ওই ব্যক্তির লাশ ব্রিজের ওপর থেকে ফেলা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও গ্রামবাসী।
আরও পড়ুনএবিষয়ে রায়গঞ্জ থানার তদন্ত ওসি শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধারপূর্বক শনাক্তকরণের কাজ চলছে। তার মৃত্যুর সঠিক কারণ জানার জন্য ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মর্গে লাশ প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন