ভিডিও শুক্রবার, ০২ মে ২০২৫

ভারতের হামলার আশঙ্কা

পাকিস্তানি কাশ্মিরে বন্ধ করা হলো সব মাদ্রাসা

সংগৃহিত,পাকিস্তানি কাশ্মিরে বন্ধ করা হলো সব মাদ্রাসা

আন্তর্জাতিক ডেস্ক : জম্মু ও কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলাকে ঘিরে সৃষ্ট উত্তেজনার জেরে যে কোনো সময় সামরিক হামলা করতে পারে ভারতীয় সেনাবাহিনী— এমন আশঙ্কায় ১০ দিনের জন্য বন্ধ করা হয়েছে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরের সব মাদ্রাসা। বৃহস্পতিবার এক সরকারি নোটিশে জারি করা হয়েছে এ আদেশ।


পাকিস্তানের সরকারি কর্মকর্তারা অবশ্য সরাসরি বন্ধের ব্যাপারটি স্বীকার করতে চাননি। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সকে তারা বলেছেন যে গরম ও তাপপ্রবাহের জন্য মাদ্রাসাগুলোতে ১০ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। তবে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরের ধর্মবিষয়ক দপ্তরের পরিচালক হাফিজ নাজির আহমেদ জানিয়েছেন, উত্তেজনার আবহে পাকিস্তানের ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে লক্ষ্য করে যে কোনো সময় হামলা চালাতে পারে ভারতের সামরিক বাহিনী— মূলত এমন আশঙ্কা থেকেই বন্ধ করা হয়েছে মাদ্রাসাগুলো।

“এই মুহূর্তে আমরা দুই ধরনের তাপ্রবাহের মুখোমুখী— একটির উৎস আবহাওয়া এবং অপরটির উৎস (ভারতের প্রধানমন্ত্রী) নরেন্দ্র মোদি। গতকাল (বৃহস্পতিবার) আমরা আজাদ কাশ্মির ও গিলগিট-বাল্টিস্তান প্রশাসনের সব কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছি এবং সে বৈঠকে সর্বসম্মত ভাবে এই ছুটির সিদ্ধান্ত হয়েছে। আমরা আমাদের মাদ্রাসার নিরপরাধ শিশুদের জীবন ঝুঁকিতে ফেলতে চাইনা,” রয়টার্সকে বলেন হাফিজ নাজির আহমেদ।

আরও পড়ুন

এ ব্যাপারে প্রতিক্রিয়া জানতে চেয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করেছিল রয়টার্স, কিন্তু কোনো কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি।

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরের দুই অঞ্চল আজাদ কাশ্মির ও গিলগিট-বাল্টিস্তানে মোট ৪৪৫টি ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান বা মাদ্রাসা রয়েছে। এসব মাদ্রাসায় শিক্ষার্থীর সংখ্যা ২৬ হাজারেরও বেশি। বিভিন্ন ধর্মী সংগঠন দ্বারা পরিচালিত এসব মাদ্রায়সার শিক্ষাব্যায় খুব কম। এমনকি অনেক মাদ্রায়সায় পড়াশোনা করার জন্য শিক্ষার্থীদের অর্থও ব্যয় করতে হয় না। এ কারণে সাধারণ স্কুলগুলোর পাশাপাশি মাদ্রাসাশিক্ষাও জনপ্রিয় সেখানে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে জুলাই গণহত্যার আসামিনের মনোনয়ন বাতিলের দাবি

ফুলশয্যার রাতেই বরের মৃত্যু, বাকরুদ্ধ নববধূ

নাফ নদী থেকে আটক ৪ রোহিঙ্গা জেলেকে ছেড়ে দিল আরাকান আর্মি

চাঁদপুরের বেপরোয়া গতির মোটরসাইকেলের দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত 

শিক্ষার্থীর হাতে কাঁচের টুকরো রেখে সেলাই

বগুড়ার ধুনটে আমের লোভ দেখিয়ে শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, গ্রেফতার ১