ভিডিও বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

টেন্ডুলকারকে পেছনে ফেলে নতুন ইতিহাস গড়লেন কোহলি

টেন্ডুলকারকে পেছনে ফেলে নতুন ইতিহাস গড়লেন কোহলি

বিরাট কোহলি মানেই রেকর্ড। ফের সেই সত্যি প্রমাণ করলেন ভারতীয় ব্যাটিং মহারথী। চ্যাম্পিয়ন্স ট্রফির হাইভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে নতুন মাইলফলক গড়লেন কোহলি ওয়ানডে ক্রিকেটে দ্রুততম ১৪,০০০ রানের ক্লাবে প্রবেশ করলেন তিনি।

ম্যাচের আগে মাত্র ১৫ রান দরকার ছিল এই অবিশ্বাস্য কীর্তি গড়তে। হ্যারিস রউফকে বাউন্ডারি মেরে গৌরবের এই অধ্যায়ে প্রবেশ করেন কোহলি। মাত্র ২৮৭ ইনিংসে ১৪,০০০ রান, যা এর আগে কেউই করতে পারেননি। আগের রেকর্ড ছিল স্বয়ং শচীন টেন্ডুলকারের, যিনি ৩৫০ ইনিংসে এই মাইলফলকে পৌঁছেছিলেন। কোহলির আগে এই সংখ্যায় পৌঁছেছেন কেবল শ্রীলঙ্কার কিংবদন্তি কুমার সাঙ্গাকারা।

ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক শচীন টেন্ডুলকার (১৮,৪২৬), কিন্তু কোহলি ক্রমেই এগিয়ে যাচ্ছেন। সাঙ্গাকারার মোট সংগ্রহ ১৪,২৩৪ রান, যা ছুঁতে কোহলির দরকার আর মাত্র ২৩৫ রান। ভারত যদি সেমিফাইনাল ও ফাইনালে পৌঁছায়, তাহলে কোহলির সামনে সুযোগ থাকছে সাঙ্গাকারাকে টপকে ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে ওঠার।

আরও পড়ুন

২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু করা কোহলি এরই মধ্যে ২৯৯ ওয়ানডে খেলেছেন। ২০২৩ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে নিজের ৫০তম শতরান করে শচীনের আরেকটি রেকর্ড ভেঙেছিলেন তিনি। তবে এরপর থেকে শতরানের দেখা পাননি।

এই ম্যাচেই আরেকটি রেকর্ড নিজের করে নিয়েছেন কোহলি। ওয়ানডে ক্রিকেটে ভারতের জার্সিতে সবচেয়ে বেশি ক্যাচ নেওয়ার রেকর্ড এখন তার দখলে। পাকিস্তানের ইনিংসের সময় দুটি ক্যাচ নিয়ে তিনি ছাড়িয়ে গেছেন মোহাম্মদ আজহারউদ্দিনকে (১৫৬ ক্যাচ)।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী সার্কিট হাউসের আরও ভবন নির্মাণ করতে ৫২টি গাছ কাটা হচ্ছে

লালমনিরহাটের সীমান্তে ঘাস কাটতে যাওয়া যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

সিরাজগঞ্জে কৃষককে পিটিয়ে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

৪ দফা দাবিতে বগুড়া পলিটেকনিক‘র শিক্ষার্থীদের বেতগাড়িতে ব্লকেড

উত্তরা ইপিজেডের শ্রমিক গ্রেফতার নিয়ে উত্তেজনা, ডিসি-এসপি অফিস ঘেরাও

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের হাতে পলাতক ওয়ারেন্টভূক্ত আসামি গ্রেফতার