ভিডিও বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

‘গোপন বিয়ে’ নিয়ে যা বললেন চিত্রনায়িকা পপি

‘গোপন বিয়ে’ নিয়ে যা বললেন চিত্রনায়িকা পপি, ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক : একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি। অল্প সময়ের মধ্যে চলচিত্রে নিজের অবস্থান শক্ত করে এই অভিনেত্রী বছর পাঁচেক আগে হঠাৎ করেই আড়ালে চলে যান, যা শুরুতে স্বাভাবিক মনে করেছিলেন সিনেমা সংশ্লিষ্টরা।

তবে সময়ের পরিক্রমায় বিষয়টি নিয়ে শুরু হয় ধোঁয়াশা। পপির অন্তরালে যাওয়ার রহস্য উন্মোচন করতে গিয়ে জানা যায়-গোপনে বিয়ে, সংসার ও সন্তান আগমনের খবর। কিন্তু এ নিয়ে কখনো মন্তব্য পাওয়া যায়নি তার। সম্প্রতি পারিবারিক এক ইস্যুতে ফের আলোচনায় আসেন তিনি। তখন ধীরে ধীরে প্রেম-বিয়ে-সন্তানসহ সবই প্রকাশ্যে আসতে থাকে। আর সার্বিক পরিস্থিতি নিয়ে ভিডিও বার্তা দেন এ নায়িকা। এদিকে পপির প্রকাশ্যে আসার পর তার গোপন বিয়ের কারণ নিয়ে শুরু হয় প্রশ্নবান। সম্প্রতি এক সাক্ষাৎকারে গোপনে বিয়ে নিয়ে এ অভিনেত্রী বলেন, মোটেও বিয়ের খবর গোপন করিনি। মা-বাবা, ভাই-বোন, পরিবার, আত্মীয়-স্বজন, ইন্ডাস্ট্রির বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীরা সবাই আমার বিয়ের খবর জানতেন। তিনি বলেন, সিনেমার পপির ব্যাপারে সবার আগ্রহ থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমারও তো ব্যক্তিগত জীবন আছে। সেই জীবনের কতটুকু আমি পাবলিকলি জানাব, কী জানাব না-তা তো একান্তই আমার ব্যাপার। এসব জানানোর জন্য কোনো বাধ্যবাধকতা নেই আমার। এ অভিনেত্রী বলেন, আমার মনে হয়েছে বিয়ের খবর পরিবার ও ইন্ডাস্ট্রির মানুষরা জানলেই চলবে। ইন্ডাস্ট্রির চিত্রনায়ক রিয়াজ, নিপুণ, ফেরদৌসসহ অনেক বন্ধুরাই জানতো।

আরও পড়ুন

প্রসঙ্গত, ১৯৯৭ সালে মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কুলি’ সিনেমার মধ্য দিয়ে পর্দায় অভিষেক হয় পপির। প্রথম সিনেমা দিয়ে সাফল্য পান। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক সিনেমায় কাজ করেছেন। তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেছেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীবৃন্দ, আমি বরাবরই আপনাদের ভালোবাসায় ঋণী- ছাত্রদল প্রার্থী হামীম

‘পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করলাম’-আবিদুল ইসলাম খান

৫ কেন্দ্রের ফলাফলে বিপুল ভোটে এগিয়ে সাদিক কায়েম

সুফিয়া কামাল হলে সাদিক কায়েম ১২৭০, উমামা ৫৪৭

অমর একুশে হলে সাদিক কায়েম পেয়েছেন ৬৪৪ ভোট, আবিদ ১৪১

উৎসবমুখর পরিবেশে ডাকসুর ভোটগ্রহণ শেষে চলছে গণনা, ফল ঘোষণায় বিলম্ব